X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় দুই গৃহবধূর যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ০২:৪৯আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০২:৫৩

কিশোরগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ড।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামে বৃদ্ধ কাছুম আলী (৭০) হত্যা মামলায় দুই গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (১ নভেম্বর)দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই গৃহবধূর মধ্যে রেখা আক্তার (৩৫) হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মুকুল মিয়ার স্ত্রী এবং হামিদা বেগম (৫৫)একই গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী।

এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

মামলার অপর আসামি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত রেখা আক্তারের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বৃষ্টি আক্তার (১৪) এর বিচারকাজ কিশোরগঞ্জের শিশু অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ সকালে হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাছুম আলীর মেয়ে কমলা বেগমের সঙ্গে আসামিরা ঝগড়া করাসহ তাকে মারপিট করে। এ সময় কমলা বেগমের বাবা বৃদ্ধ কাছুম আলী মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই কাছুম আলীর মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই হোসেনপুর থানায় নিহতের মেয়ে কমলা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা (নং-১০) দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট জীবন কুমার রায় জানান,মামলার তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানার এসআই মো. নূর হোসেন আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-জেরা শেষে রবিবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এ রায় ঘোষণা হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া