X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দারাজে লুডু, বিকাশে পাখি নিয়ে খেলার প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ২২:০৯আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:১৮

দারাজে লুডু, বিকাশে পাখি নিয়ে খেলার প্রতিযোগিতা ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে একাধিক অ্যাপে গেমস নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। রীতিমতো আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ আয়োজন করেছে ৪ দেশীয় লুডু টুর্নামেন্ট। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ৩ লাখ টাকা। অন্যদিকে মোবাইল আর্থিক প্রতিষ্ঠান বিকাশে সদ্য শেষ হলো পাখি নিয়ে প্রতিযোগিতা। এতে প্রতিদিন ৫০০ গ্রাহককে ২০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়।

জানা গেছে, প্রতিষ্ঠান দুটি মাঝে মাঝেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। দারাজের এবারের আয়োজন গত বারের চেয় বড় পরিসরে হচ্ছে। অন্যদিকে বিকাশের আয়োজন আরও বড়, পুরস্কারের মূল্যমানের দিকে থেকে।

লুডু প্রতিযোগিতা

আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তাদের অ্যাপের গেমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেমসে প্রথমবারের মতো আয়োজন করছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম লুডু টুর্নামেন্ট। এতে অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের লুডু খেলোয়াড়রা। অনলাইন শপিং ইভেন্ট ইলেভেন ইলেভেন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে ৩০ জন বিজয়ীর জন্য থাকছে ৫ লাখ টাকার প্রাইজ। এর মধ্যে প্রথম বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে তিন লাখ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য ৫০ হাজার, তৃতীয় বিজয়ীর জন্য ২৫ হাজার ও চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ১৫ হাজার টাকার ভাউচার। এছাড়া পরবর্তী বিজয়ীদের জন্য থাকছে ১ থেকে থেকে ১০ হাজার টাকার ভাউচার। এতে অংশ নিতে নিবন্ধন চলবে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় ৪ দেশের আড়াই লাখ মানুষ নিবন্ধন করতে পারেবন। টুর্নামেন্টটি ১১ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে ৭ বা তারও বেশি নকআউট রাউন্ডে লুডু খেলে জিততে হবে।

দারাজ জানিয়েছে, প্রতিযোগিতায় নিবন্ধন করতে হলে প্রথমে দারাজ অ্যাপ ডাউনলোড করতে হবে। দারাজ অ্যাকাউন্টে লগ-ইন করে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করে নিবন্ধন করে পেজে ঢুকতে হবে। নিবন্ধন ফর্মে আপনার নাম, দারাজে রেজিস্টার্ড ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর সঠিকভাবে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার দেওয়া তথ্য সঠিক হলে নিবন্ধনের জন্য একটি এসএমএস পাবেন। টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটি এসএমএস নোটিফিকেশন পাওয়া যাবে।

দারাজে লুডু, বিকাশে পাখি নিয়ে খেলার প্রতিযোগিতা গেমে অংশ নিতে হলে নিবন্ধনকারী গেমটিতে যোগ দিতে একটি এসএমএস পাবেন যেখানে প্রতিটি রাউন্ডের জন্য গেমের সময় উল্লেখ করা থাকবে। নিবন্ধনকারী দারাজের হোম পেজ থেকে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করে ডিএফজিতে প্রবেশ করবেন। এবার লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে এরপর প্লে বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। প্রতি ম্যাচ থেকে শুধু প্রথম বিজয়ী পরবর্তী রাউন্ডে যাবেন।

দারাজ বাংলাদেশের হেড অফ ট্রাফিক অপারেশনস বারিশ খন্দকার বলেন, ‘গতবার বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্টে বিজয়ী হয়েছে বাংলাদেশ। তাই এবার রিম্যাচ চায় পাকিস্তান। সঙ্গে লড়াই করতে প্রস্তুত শ্রীলঙ্কা ও নেপাল। তাই ইলেভেন ইলেভেনকে সামনে রেখে দারাজের ক্রেতাদের জন্য আমাদের এই আয়োজন।’

বিকাশে পাখি নিয়ে খেলার আয়োজন
মোবাইল আর্থিক সেবার প্রতিষ্ঠান বিকাশ তার লোগোর পাখি নিয়ে গেমের আয়োজন করে থাকে। গত মাসের মাঝামাঝি থেকে শেষ দিন পর্যন্ত হয়ে গেলো ‘বার্ড গেম’ প্রতিযোগিতা। এই খেলাটি খেলে প্রতিদিন ৫০০ গ্রাহক জিতে নেন পুরস্কার হিসেবে ২০০ টাকা করে। অ্যাপ দিয়ে আর্থিক লেনদেনের পাশাপাশি বিনোদনের সুযোগ করে দিতে বিকাশের এই উদ্যোগ।

দারাজে লুডু, বিকাশে পাখি নিয়ে খেলার প্রতিযোগিতা বিকাশ লেগোর উড়ন্ত পাখিকে ট্যাপ করে বিপদ এড়িয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করাই হলো এই গেমের মূল বিষয়। বিকাশ জানিয়েছে, বিকাশ অ্যাপে পেমেন্ট করে লাইফ কেনার জন্য অর্জিত সব অর্থ ক্যাম্পেইন শেষে মানবহিতৈষী সংগঠন বিদ্যানন্দকে জনকল্যাণমূলক কাজের জন্য অনুদান হিসেবে দেওয়া হবে। বিকাশ অ্যাপের মূল মেনুর ‘মোর’ অপশন থেকে গেম আইকনে গেলেই বার্ড গেম খুঁজে পাওয়া যায়।

/এইচএএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ