X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সৌদি রাজকুমারীর প্যারিসের বাসায় চুরি

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২০, ১৯:৪৪আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২০:৩৮

সৌদি আরবের এক রাজকুমারীর প্যারিসের বাসায় ঢুকে লাখ লাখ ডলারের মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোর। ব্যাগ, ঘড়ি, গয়নাসহ সাত লাখ ডলারের বেশি মূল্যের সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে। ৪৭ বছর বয়সী ও রাজকুমারীর নাম প্রকাশ করা না হলেও ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দুনিয়ার অন্যতম দামী ব্রান্ড হিসেবে পরিচিতি রয়েছে হার্মিস ব্যাগের

গত আগস্টের পর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করেননি সৌদি রাজকুমারী। সম্প্রতি বাসায় ফিরে তিনি চুরির ঘটনা দেখতে পান।

ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত পুলিশ তার সঙ্গে কথা বলে উঠতে পারেনি বলে জানা গেছে।

মামলা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পঞ্চম জর্জ অ্যাভিনিউয়ে সৌদি রাজকুমারীর বাসায় কোনও বলপ্রয়োগ ছাড়াই চোর প্রবেশ করে বলেই মনে হচ্ছে। তার হারানো সামগ্রীর মধ্যে রয়েছে ১১ হাজার থেকে ৩০ হাজার ডলার মূল্যের কয়েকটি হার্মিস ব্যাগ, একটি কার্টিয়ার ঘড়ি, গহনা এবং বিলাস সামগ্রী।

এই ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এটি পরিচালনা করবে প্যারিস পুলিশের বিশেষায়িত স্পেশাল অ্যান্টি গ্যাং ইউনিট।

ফ্রান্সের লা প্যারিসিয়ান সংবাদপত্র জানিয়েছে, গত আগস্ট থেকে ওই বাসায় অবস্থান করা এক পুরুষকেই প্রাথমিকভাবে এই চুরির সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে। পত্রিকাটি জানিয়েছে, বাসাটির অতিরিক্ত একটি চাবির সেটও হারানো গেছে।

/জেজে/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!