X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নায়লা নাঈমের ‘বিতর্কিত’ জীবন নিয়ে বই

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ১৮:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৮:৫১

নায়লা নাঈমের ‘বিতর্কিত’ জীবন নিয়ে বই মডেল নায়লা নাঈমকে নিয়ে প্রকাশ হলো বই: ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান’।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে এর মোড়ক উন্মোচন হয়। এতে উপস্থিত ছিলেন নায়লা নাঈম, বইটির লেখক আহমেদ সাব্বির, ফটোগ্রাফার আবু নাসেরসহ অনেকে।
লেখক জানান, বইটি নায়লা নাঈমের জীবনের গল্প দিয়ে সাজানো। এটি প্রথম খণ্ড। প্রকাশ করেছে গ্রন্থিক।
আহমেদ সাব্বির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বইটিকে নায়লা নাঈমের জীবনী বলা হলেও পুরো জীবন এখানে ওঠে আসেনি। বরং এটা ‘পার্শিয়াল বায়োগ্রাফি’ বলতে পারেন। এখানে আছে তার পেশাগত জীবন, ব্যক্তিজীবনের সম্পর্ক এবং কিছুটা অতীত।’’
জানান, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত বইটির কাজ হয়েছে।
নায়লা নাঈম বলেন, ‌‘প্রথম যখন আহমেদ সাব্বির যোগাযোগ করেন, সময় নিয়েছিলাম। এরপর খোঁজ-খবর নিই তার সম্পর্কে। তারপরই আহমেদ সাব্বিরকে লেখার অনুমতি দেই। ধীরে ধীরে এর কাজ এগিয়েছে। প্রতিদিন আমি বলতাম, তিনি রেকর্ড করতেন। এরপর লেখা হলে তা দেখাতেন। প্রথমদিন লেখা দেখে আমি অভিভূত হলাম যে, লেখার মাধ্যমে এত সুন্দর ফুটিয়ে তোলা যায়! যে জিনিসটি আমি পুরোপুরি বলিনি, সেটাও সুন্দরভাবে হুবহু তুলে ধরেছেন।’
বইয়ের প্রথম পাতায় আছে নায়লা নাঈমের হাতে লেখা শুভেচ্ছা বার্তা। মোট ২০টি অধ্যায়ে বিন্যস্ত হয়েছে গ্রন্থটি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার