X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অর্পিত সম্পত্তিতে কৃষক লীগ নেতার ছেলের পাকা ভবন!

পিরোজপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ১৯:৪৭আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২৩:৪২

অর্পিত সম্পত্তিতে নিয়ম ভেঙে পাকা ভবন বন্দোবস্ত নেওয়া অর্পিত সম্পত্তিতে সরকারি নিয়ম ভেঙে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝির ছেলে মুরাদ হোসেন মাঝির বিরুদ্ধে।  জানা গেছে, পিরোজপুর পৌর এলাকার ৬৪ নম্বর মাছিমপুর মৌজার ২৮৬ নম্বর খতিয়ানের ১২৬৫ নম্বর দাগের মাছিমপুর মন্ডলপাড়ার ০.০৫৩৭ একর সম্পত্তি বাংলা ১৪২৫ সালে (ইংরেজি ২০১৮) বন্দোবস্ত নেন মুরাদ হোসেন মাঝি। অভিযোগ রয়েছে, ওই সম্পত্তিতে দীর্ঘদিন বসবাসকারী উত্তম কুমার মন্ডলের পরিবারকে বিতাড়িত করে মুরাদ ওই জমি বন্দোবস্ত নেন। এমনকি ওই সম্পত্তিতে মুরাদ হোসেনকে বন্দোবস্ত দিলে উত্তম মন্ডলের কোনও আপত্তি নেই, স্ট্যাম্পে এমন লিখিতও নেওয়া হয়।

সরকারের ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল-১৯৯০ এর ২৯০ অনুচ্ছেদে উল্লেখ আছে যে, ‌‘অর্পিত সম্পত্তি বন্দোবস্ত দেওয়ার বিষয়ে সম্পত্তির সাবেক মালিকের অংশীদারদের অগ্রাধিকার দিতে হবে এবং বসতবাড়ি/ঘর বসবাসকারীদের সম্প্রদায় ব্যতীত অন্য কোনও সম্প্রদায়ের লোককে বন্দোবস্ত দেওয়া যাইবে না।’

মুরাদ হোসেন মাঝি এক বছরের জন্য অর্পিত সম্পত্তি বন্দোবস্ত নিয়ে নিয়ম বর্হিভূতভাবে সেখানে আরসিসি (ঢালাই) বিম ও কলাম এবং সিঁড়ি করে পাকা দোতলা টিনশেড বিল্ডিং করেছেন। অন্যদিকে, বন্দোবস্ত করা সম্পত্তি অন্য কোনও ব্যক্তির কাছে সাবলিজ বা ভাড়া না দেওয়ার বিধিবিধান থাকলেও মুরাদ হোসেন তার করা ভবনের এক অংশ সাবলিজ দিয়েছেন।

অভিযোগ রয়েছে, ২০১৮ সালে প্রভাব খাটিয়ে মুরাদ হোসেন মাঝি উক্ত অর্পিত সম্পত্তি বন্দোবস্ত নেন। পরে সেখানে জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে কাঁচা ঘর নির্মাণের অনুমতি নিয়ে পাকা দোতলা দালান করে একটি অংশ অন্য লোককে ভাড়া দিয়ে আর্থিকভাবে নিজে লাভবান হচ্ছেন।

ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, অর্পিত সম্পত্তি বন্দোবস্ত নিয়ে সেখানে দালান বা পাকা কোনও স্থাপনা করার নিয়ম নেই। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

তবে অভিযোগ সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন মুরাদ হোসেন মাঝি। জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েই আধা-পাকা দালান করা হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা