X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ক্লিনিকে নেওয়াই ওদের কাজ

রংপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ২২:৫৩আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:৫৮

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৬ দালাল গ্রেফতার।

নিজেদের কখনও ডাক্তার, কখনও কর্মচারী কখনও ওয়ার্ডবয়সহ বিভিন্ন পরিচয় দিতেন তারা। তবে প্রকৃত অর্থে তারা হচ্ছে দালাল। সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না এমন কথা বলে ক্লিনিকগুলোতে রোগী ভাগানোই ছিল তাদের কাজ। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে প্রতারিত করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার নামে ভর্তি করানো হচ্ছে এদের মূল কাজ। এরপর সেখানে চিকিৎসার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিত তারা। এমন অভিযোগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দালাল চক্রের প্রধান তারেকসহ ৬ দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর মহানগর মেট্রোপলিটান ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে তারেক, আসাদ, মিলন, আলাউদ্দিন , রায়হান ও মহির উদ্দিন। এদের সবার বাড়ি মেডিক্যাল পূর্বগেট এলাকায়।

পুলিশ জানায়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালটি উত্তরাঞ্চলের একমাত্র বিশেষায়িত হাসপাতাল হওয়ায় এখানে প্রতিদিন রংপুর বিভাগের ৮ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তবে রোগীদের সেবার পাশাপাশি এখানে বেশ কিছু অসাধু ডাক্তার ও প্রাইভেট ক্লিনিকের মালিক দালালদের মাধ্যমে হাসপাতাল থেকে রোগী নিয়ে এসে ক্লিনিকে ভর্তি করে চিকিৎসার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এরা বাইরে থেকে আসা রোগীদের বলে হাসপাতালে ডাক্তার নেই, পরীক্ষার যন্ত্রপাতি নেই, এখানে ভালো চিকিৎসা হবে না ইত্যাদি। ফলে রোগীকে যে কোনোভাবে সুস্থ করে তোলার প্রত্যয় নিয়ে আসা রোগীর স্বজনরা তাদের দ্বারা সহজেই প্রভাবিত হয়। সরকারি হাসপাতালে আদৌ সেসব সুবিধা আছে কিনা তা জানতে না চেয়েই দালালদের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে তাদের রোগীকে ভর্তি করায়। এরপরই মূলত শুরু হয় তাদের ভোগান্তি। সেখানে বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের প্রতারিত করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এসব প্রতারক। আবার সরকারি হাসপাতালের বিভিন্ন চিকিৎসকও টাকার লোভে এসব সুবিধাহীন হাসপাতালে এসে রোগী দেখা, অপারেশন করা এসবের মাধ্যমে রোগীর স্বজনদের উচ্চমূল্য দিতে বাধ্য করছেন। অথচ এই সেবা সামান্য খরচে সরকারি হাসপাতালেই পাওয়ার কথা ছিল অসুস্থ রোগীর।

শুধু তাই নয় দালালরা নিজেদের ডাক্তার কর্মচারী ওয়ার্ড বয় বিভিন্ন পরিচয় দিয়েও রোগীদের প্রতারিত করে আসছে।  ফলে দালালদের উৎপাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গ্রাম থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে এলে চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। অনেকেই সর্বস্বান্ত হয় তাদের হাতে।

রংপুর মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, সোমবার সকাল থেকে হাসপাতালে অভিযান চালিয়ে ৬ দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। তিনি জানান এ অভিযান অব্যাহত থাকবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা