X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুলিশ অ্যাকাডেমির কাছে আত্মঘাতী হামলা, সোমালিয়ায় নিহত ৬

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ২৩:৪২আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৬:০৯
image

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পুলিশ অ্যাকাডেমির কাছে একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে অন্তত ছয় জন নিহত হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আকাশ থেকে দেখা মোগাদিসুর একটি এলাকা

আল কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রায়ই মোগাদিসুসহ সোমালিয়ার বিভিন্ন অংশে হামলা চালায়। দেশটির সরকার উৎখাতের মাধ্যমে হর্ন অব আফ্রিকা জুড়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায় গোষ্ঠীটি, যে শাসনের ভিত্তি হবে তাদের নিজস্ব ব্যাখ্যার ইসলামি শরিয়া আইন। তবে মঙ্গলবারের মোগাদিসুর হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি গোষ্ঠীটি।

হামলার কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সোমালিয়া পুলিশের মুখপাত্র সাদিক আলী লেখেন, ‘স্কুল পুলিশিও’র (পুলিশ অ্যাকাডেমি) কাছে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটেছে।’ পরে তিনি জানান, বোমা হামলায় হামলাকারীসহ ছয় জন নিহত হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক দোকানদার মোহাম্মদ আলী জানান বিস্ফোরণের পরপরই গুলি ছোঁড়ে পুলিশ। তিনি জানান, রেস্টুরেন্টটির ওপরে বিপুল ধোঁয়ার মেঘ দেখতে পান তিনি। এছাড়া ঘটনাস্থল মোগাদিসু বন্দরের কাছে হামার জাবাব এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশের চেষ্টা করে বলেও জানান তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী মোহামুদ আহমেদ জানান হামলার আগে ভারি বৃষ্টিপাতের কারণে অনেকেই ওই রেস্টুরেন্টে আশ্রয় নেয়। তিনি বলেন, ‘আমি নিচের দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে তখনই বিস্ফোরণ ঘটে। তারপরে কী ঘটেছে বলতে পারবো না।’ বিস্ফোরণ থেকে ছুটে আসা ধাতব বস্তু তার হাত, পা ও মাথায় আঘাত হেনেছে। সেই কারণে তিনি আরও বেশি হতবাক হয়ে পড়েন বলেও জানান আহমেদ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
সর্বশেষ খবর
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা