X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিভাগীয় শহর থেকে ব্যান্ড খোঁজার উদ্যোগ নিলো চিরকুট

বিনোদন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ১৪:১৭আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:১৪

চিরকুট ডিসেম্বরে গ্র্যান্ড কনসার্টে অংশ নেবে ব্যান্ড চিরকুট। যা চলতি বছরের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে দলটির। আর এতে তারা সুযোগ দিতে চায় নবীন পাঁচ ব্যান্ডকে।
এ কারণে বিভাগীয় ব্যান্ড নিয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য ও গায়িকা শারমীন সুলতানা সুমি।
তিনি বলেন, ‘ডিসেম্বরের কনসার্টটি নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু আমরা বলতে পারবো না। এটার ঘোষণা আজকালের মধ্যেই আসবে। এই আয়োজনে আমরা সুযোগ দিতে চাই নবীন ৫টি ব্যান্ডকে। যাদের আমরা বাছাই করবো ৮টি বিভাগীয় শহর থেকে।’
জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দলগুলো বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এ জন্য তাদের গানের রেকর্ডিং পাঠাতে হবে।
চিরকুট জানায়, গান অথবা ভিডিও তাদের কাছে পাঠাতে হবে। এখান থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে পাঁচটি ব্যান্ড। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ক্লিপ পাঠানো যাবে। বাছাই শেষে সেরা ৫ ব্যান্ডকে নিয়ে গ্রুমিং সেশনে যাবে চিরকুট।
এদিকে, ব্যান্ডটি বর্তমানে ইনডোর কনসার্ট নিয়ে ব্যস্ত। করোনা সংক্রমণের পর তারাই প্রথম ব্যান্ড হিসেবে এতে অংশ নিয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!