গাজীপুরে শ্রীপুরে অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলা বাজার এলাকার প্যারাডাইস কারখানা সংলগ্ন স্থান থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
মনিরুজ্জামান জানান, রবিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (রঙ্গীলা বাজার এলাকার প্যারাডাইস কারখানার সংলগ্ন স্থান) গ্রামে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরের কোনও স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায় বলে জানতে পেরেছি। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পরিচয় নিশ্চিত করার পর বিস্তারিত জানা যাবে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।