X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মটোরোলার ‘দ্য আল্টিমেট পাওয়ার’

রুশো রহমান
২৩ নভেম্বর ২০২০, ১৭:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৭:০৬

মটোরোলার জি৮ পাওয়ার লাইট মটোরোলা নিয়ে এলো নতুন ফোন জি৮ পাওয়ার লাইট। দামের বিবেচনায় মটোরোলার জি পরিবারের পণ্যে সবসময় প্রিমিয়াম ফিচার সরবরাহ করা হয়। এরই ধারাবাহিকতায় মটোরোলার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘জি’ সিরিজের স্মার্টফোন ‘মটো জি৮ পাওয়ার লাইট’ এখন বাজারে। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফাটাফাটি ফ্রাইডে উপলক্ষে ফোনটি পাওয়া যাবে ১৩ হাজার ৪৯৯ টাকায় যা শুরু হচ্ছে ২৭ নভেম্বর। সঙ্গে থাকবে দারাজের ভাউচার। 

দেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সেট্রা লিমিটেড বলছে, ফোনটি একটি সত্যিকারের পাওয়ারহাউজ যা, ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে ও অন্যান্য বিবেচনায় সেরা। মটো জি৮ পাওয়ার লাইটে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা একবার সম্পূর্ণ চার্জে একাধিক দিন চলবে। একবার সম্পূর্ণ চার্জে টানা ১০০ ঘণ্টা গান শোনা বা টানা ১৯ ঘণ্টা অনুষ্ঠান ও মুভি দেখা যাবে।

ট্রিপল ক্যামেরা: ফোনটিতে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ১৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এসব ক্যাম ব্যবহার করে আরও স্পষ্ট ছবি, ক্লোজ-আপ শট এবং পোট্রেট ছবি তোলা সম্ভব। মূল ক্যামেরায় এইচআরডি ফেস বিউটি, ডুয়েল ক্যামেরা বুকে, টাইমার, প্যানোরমা এবং আর অনেক ফিচার ব্যবহার করা হয়েছে।

আল্ট্রা ওয়াইড ম্যাক্স ভিশন ডিসপ্লে: ফোনটিতে ৬.৫ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা বেশ বড়। তবে এক হাতে কাজের সুবিধার জন্য স্ক্রিন ছোট করে নেওয়া যাবে। ট্রাডিশনাল ডিসপ্লের পরিবর্তে ম্যাক্সভিশন ডিসপ্লেতে ছবি, মুভি, অনুষ্ঠান, গেম খেলা এবং অন্যান্য কাজে ক্রেতারা ২০:৯ অনুপাতে রেশিও পাবেন। ফোনটিতে ৪ জিবি র‌্যামসহ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফলে ক্রেতারা প্রতিটা টাচ, ট্যাপ উপভোগ করতে পারবেন।

জি৮ পাওয়ার লাইট

স্টোরেজ: ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে যা ২৬৫ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনটির বাজার মূল্য ১৪ হাজার ৯৯৯ টাকা।

অ্যাডওয়্যার ও ব্লটওয়্যার ফ্রি স্টক অ্যানড্রয়েড ওএস: ফোনটিতে অ্যাডওয়্যার ও ব্লটওয়্যার ফ্রি স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে মটো অ্যাকশন ব্যবহার করা হয়েছে। কোনও মুহূর্তই আর মিস হবে না। কারণ হাত ঝাঁকি দিলেই ক্যামেরা চালু হয়ে যাবে। এছাড়া অন্ধকারে পথ চলতে ফোনের স্ক্রিনে দুইবার স্পর্শ করলেই আলোয় ভরে যাবে চারপাশ।

আঙুলের ছাপে নিরাপত্তা: ফোনটিতে আঙুলের ছাপের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। আনলক করতে ফোনের পেছনে থাকা ফিঙ্গারপ্রিন্ট রিডার স্পর্শ করুন, সঙ্গে সঙ্গেই ফোনটি খুলে যাবে। পেছনে লোগের মাঝে ফিঙ্গারপ্রিন্ট রিডার রাখা হয়েছে, যাতে সহজে বোঝা না যায়।

এছাড়া ফোনটিতে ওয়াটার রিপ্লেন্ট ব্যবহার করা হয়েছে। ফলে খারাপ আবহাওয়া বা বৃষ্টির মধ্যে কল করা বা রিসিভ করা নিরাপদ। আরও তথ্য জানা যাবে মটোরোলার ফেসবুক পেজে: https://www.facebook.com/HelloMotoBangladesh এবং মটোরোলার ইন্সটাগ্রাম পেজ 

https://www.instagram.com/motorolabangladesh/ থেকে

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে