X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

করোনার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে আমি মাঠে: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ২২:৫১আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:৩৫

 

করোনার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে আমি মাঠে: প্রাণিসম্পদ মন্ত্রী করোনার সময় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, এলাকার মানুষের কথা চিন্তা করে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে আমি মাঠে। ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণের পর আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছিল বাইরে ঘোরাফেরা করে ঝুঁকি না নেওয়ার জন্য। সে কারণে কিছু দিন কাজ করতে পারিনি। আমি সংসদ সদস্য হওয়ার পর খুবই অল্প সময় পেয়েছি। এরমধ্যে আবার এলো করোনার থাবা। একটা দফতরে একটা আবেদন করার পর তদবির না করলে ফাইল নড়াচড়া করে না। আমি ভাবলাম করোনা কবে যাবে, তা অনিশ্চিত। আমি যদি করোনার ভয়ে ঘরের ভেতর আটকে থাকি, তাহলে আমার নির্বাচনি এলাকা পিরোজপুর-নেছারাবাদ ও নাজিরপুরের জন্য কিছুই করা হবে না। এ কারণে করোনা মহামারির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে আমি মাঠে রয়েছি। 

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের দিঘিরজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আসুন আমরা সবাই মিলে উন্নত সমৃদ্ধ নাজিরপুর গড়ি, উন্নত সমৃদ্ধ পিরোজপুর-১ গড়ি, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। যে লক্ষ্যে ৩০ লাখ শহীদ রক্ত দিয়েছেন, দুই লাখ মা-বোন সম্ভ্রম দিয়েছিলেন। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪টা বছর কারাগারে ছিলেন। গোটা পরিবার রক্ত দিয়েছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম পরিশ্রম করে চলছেন। সেই উন্নয়নের অগ্রযাত্রা  থেকে পিছিয়েছিল পিরোজপুর-১, পিছিয়েছিল নাজিরপুর। পিছিয়ে থাকা নাজিরপুরকে উন্নত এলাকার সমপর্যায়ে ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার মনীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ার ফেরদাউস রুনা, উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী প্রমুখ।

মন্ত্রী এদিন পরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়, চৌঠাইমহল বাসস্ট্যান্ড, উপজেলা সদর বাজারের কাঁচাবাজারের ভবনসহ মোট ৯টি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নতুন ভবন উদ্বোধন করেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন