কুষ্টিয়ার দৌলতপুরে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মামুন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কল্যাণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় শাওন (১৮) নামে অপর এক যুবক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম এসব তথ্য জানান।
নিহত মামুন দৌলতপুর উপজেলার মাজদিয়া মুন্সিগঞ্জ এলাকার মুসাব মুন্সির ছেলে।
ওসি জহুরুল আলম জানান, দৌলতপুরগামী ইট বোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আরোহী মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে।