বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলার ভাষানচরের বামনের চর এলাকায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে আহতদের হাসপাতালে আনা হয়। তারা হলেন- নুরুজ্জামান দেওয়ান, নেছার দেওয়ান, আবু মনসুর ও শাহিন হাওলাদার।
আহতরা জানান, তাদের জমির ধান খাচ্ছিলো একই এলাকার সেরাজ হাওলাদারের গরু। ধান বাঁচাতে গরু তাড়িয়ে দেয় তারা। বিষয়টি গরুর মালিক ও তার লোকজন ভালোভাবে নেয়নি। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায় গরুর মালিক পক্ষের লোকজন। এতে জমির মালিক পক্ষের চার জন আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিকাল ৪টা পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। মামলা দায়ের কিংবা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।