X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে ছোটভাই হত্যা মামলায় বড়ভাই গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৮:২২আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:৩৩

গ্রেফতার এমরান হোসেন (মাঝে) লক্ষ্মীপুরের রায়পুরে ছোটভাই সেনা সদস্য (অব.) দেলোয়ারকে পিটিয়ে হত্যা মামলার ৫ মাস পর গ্রেফতার হয়েছেন বড়ভাই সেনা সদস্য এমরান হোসেন (অব.)। বুধবার (২৫ নভেম্বর) রাতে চরমোহনা ইউনিয়ন পরিষদের উত্তর রায়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এমরান হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত দেলোয়ার ও গ্রেফতার এমরান একই এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

পুলিশ আরও জানায়, এ বছরের ১৭ জুলাই দুপুরে দেলোয়ার তার বসতঘরের পাশে আম পাড়ছিলেন। এ সময় এমরান ও তার ছেলে ফোরকান বাধা দেন। এতে দুই পরিবারের মধ্যে দা, লাঠি ও রড নিয়ে সংঘর্ষ হলে দেলোয়ার গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর ১২ দিন পর তিনি মারা যান। পরে দেলোয়ারের লাশ বাড়িতে এনে এমরানসহ তার পরিবার তাড়াতাড়ি দাফনের চেষ্টা করেন। পরে  দেলোয়ারের ছেলেরা ও গ্রামবাসী বাধা দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেন। এ ঘটনায় দেলোয়ারের ছেলে বাদী হয়ে চাচা এমরানসহ ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

অভিযুক্ত এমরান মিয়া বলেন, ‘দুই ভাইয়ের পরিবারের মধ্যে আম পাড়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠির আঘাতে দেলোয়ার যে মারা যাবে, তা আমরা বুঝতে পারিনি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘হত্যা মামলার পর সাবেক সেনা সদস্য এমরান মিয়াসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমরানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!