X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধর্ম প্রতিমন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে ইসলামপুরবাসী

জামালপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২২:৪৫আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২৩:০৮

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল

দীর্ঘ ১৯ বছর পর জামালপুর-২  আসনে মন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে  ইসলামপুরবাসী। এ আসনের সংসদ সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ ফরিদুল হক খান দুলালকে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

জামালপুরের ইসলামপুর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসনে প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী  রাশেদ মোশারফ পাঁচবারের এমপি ছিলেন। তাঁর মৃত্যু হলে ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে  এ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। কিছুদিন আগে তিনি  ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের গভর্নর হিসেবেও আগামী ৩ বছরের জন্য মনোনীত হন।

ফরিদুল হক খান দুলাল ১৯৫৬ সালে জানুয়ারি ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হবিবর রহমান খান উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং মাতা মোসাম্মৎ ফাতেমা খানম গৃহিণী। সাত ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

তিনি ১৯৯০ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরিদুল হক রাজনীতি জীবনে কারাবরণও করেছেন।

তিনি এমপি নির্বাচিত হয়ে ইসলামপুরকে বদলে দিয়েছেন । তার উদ্যোগে ব্রহ্মপুত্র ও যমুনা  নদীকে শাসন করে পশ্চিম ইসলামপুরবাসীর সারাজীবনের কান্না থামানো সম্ভব হয়েছে। এছাড়াও ১২ বছরে ব্রহ্মপুত্র নদের ওপর ২০৪ কোটি টাকা ব্যায়ে দুটি ব্রিজ, ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণ, ১২টি ইউনিয়নে ৪৭টি কমিউনিটি ক্লিনিক, ৩টি পরিবার কল্যাণ কেন্দ্র্র, চরাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় দু’টি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘরবাড়ি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ইসলামপুর পৌরসভাকে ১ম শ্রেণিতে উন্নীতকরণ, ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প, চরাঞ্চলের সড়ক পাকা করে পূর্বাঞ্চলে রূপদান, বয়স্ক বিধবা ভাতা শতভাগ নিশ্চিতকরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণসহ ইসলামপুরকে ঢেলে সাজাতে উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আলহাজ ফরিদুল হক খান দুলালকে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আ. জলিল ও সাধারণ সম্পাদক মুকুল রানাসহ ইসলামপুরে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা