শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের চার দিন পর জলাশয় থেকে সোহেল ওরফে বাবু (৩০) নামে ইটভাটার এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর ) সকালে উপজেলার সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশের একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবু স্থানীয় গোলাপ আলীর ছেলে ও জেইউবি ইটভাটার পাহারাদার।
নিহত বাবুর মা খোদেজা বেগম ও স্ত্রী ইয়াছমিন জানায়, বাবু দীর্ঘদিন যাবৎ একই গ্রামের জেইউবি ইটভাটায় পাহারাদার হিসেবে কাজ করতো। গত মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুজির এক পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে শনিবার সকালে রাস্তার পাশের একটি জলাশয়ে বাবুর লাশ দেখতে পায় পথচারীরা।
নিহত বাবুর সহকর্মী সাইদুর রহমান জানান, ঘটনার দিন সন্ধ্যায় খাবার খাওয়ার কথা বলে সে বাড়িতে গেলেও আর ফিরে আসেনি।
ওই ইটভাটার কয়লা শ্রমিক শফিকুল ইসলাম বলেন, বাবু সবার সঙ্গে মিলেমিশে কাজ করতো। কারও সঙ্গে তেমন বিরোধ ছিল না। সকালে জানতে পারি তার লাশ পানিতে পড়ে আছে।
শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, লাশের পরনে লুঙ্গি ও গায়ে জাম্পার ছিল। পানিতে থাকার কারণে লাশ অনেকটাই ফুলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।'