কলারোয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬০-৬৫ বছর বয়সী ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার (২৮ নভেম্বর) রাতে কলারোয়া সরকারি কলেজ এলাকার আকবর সরদারের মিল নামের মোড়ের একটি দোকানের বারান্দা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
কলারোয়া থানার ডিউটি অফিসার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি সুরতহাল করে থানা চত্বরে এনে রেখেছে। রবিবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা শেখ সাহিদ হাসানসহ কয়েকজন জানান, গত ৩-৪দিন ধরে অজ্ঞাত ওই ব্যক্তিকে উল্লিখিত স্থানের আশপাশে বসে থাকতে দেখা গেছে। কিছু জিজ্ঞাসা করলেও কোনও কথা বলতো না। তবে কেউ কিছু দিলে খেতো। শনিবার বিকাল ৪টার দিকে আকবর সরদারের তেল মিলের পাশের একটি দোকানের বারান্দায় ওই পাগল লোকটিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাকে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।