অনিয়মের অভিযোগ ওঠায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সংশ্লিষ্ট চারটি ক্যান্টিনের ব্যাংক হিসাব লেনদেন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে দুদক। রবিবার (২৯ নভেম্বর) অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখা ব্যবস্থাপককে চিঠি দিয়ে ওই চারটি ব্যাংক হিসাবের সকল লেনদেন বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অগ্রণী ব্যাংক মেডিক্যাল শাখার ব্যবস্থাপক লক্ষ্মণ চন্দ্র দাশ এ তথ্য জানিয়েছেন। ওই চারটি ব্যাংক হিসেবে বর্তমানে ২৯ লাখ ৪৭ হাজার ৬৯৬ টাকা জমা আছে বলে তিনি জানান।
লক্ষ্মণ চন্দ্র দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, দুদক কার্যালয় থেকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কল্যাণ তহবিল, স্টাফ ক্যান্টিন ফান্ড, মেডিকফ এবং নার্সিং কল্যাণ তহবিলের তথ্য চাওয়া হয়। পাশাপাশি এই চারটি হিসাব থেকে যেন টাকা উত্তোলন করা না যায়, সেই জন্য ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
এ সম্পর্কে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-২ এর উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে তৃতীয়, চতুর্থ শ্রেণির কর্মচারী, মেডিকফ এবং নার্সিং স্টাফদের জন্য চারটি ক্যান্টিন আছে। অভিযোগ উঠেছে, সরকারি নিয়ম না মেনে এসব ক্যান্টিন ইজারা দেওয়া হয়। হাসপাতালের সকল সুযোগ সুবিধা ব্যবহার করা হলেও এসব ক্যান্টিন ইজারার টাকা হাসপাতালের ফান্ডে জমা দেওয়া হয় না। কল্যাণ তহবিলের নামে এই টাকাগুলো কর্মকর্তা-কর্মচারীরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। এমন অভিযোগ পেয়ে আমরা বিষয়টি তদন্ত করছি। তথ্য অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওইসব ব্যাংক হিসেবে থেকে কেউ টাকা উত্তোলন করতে পারবে না। তবে ব্যাংক হিসেবে টাকা জমা দেওয়া যাবে।