X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ১১০ কৃষক নিহত

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:৫৩
image

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হামলায় কমপক্ষে ১১০ জন কৃষক নিহত হয়েছে। মাইদুগুরি নগরীর কাছে কোশবি গ্রাম ও আশেপাশের এলাকায় শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নৃশংস এ হামলা হয়। দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মানবাধিকার সমন্বয়ক এডওয়ার্ড ক্যালন রবিবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এর আগে প্রাথমিকভাবে ওই হামলায় ৭০ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।  

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ১১০ কৃষক নিহত

রবিবার এক বিবৃতিতে নাইজেরিয়ায় জাতিসংঘের মানবাধিকার সমন্বয়কারী এডওয়ার্ড ক্যালন বলেন, ক্ষেতে ফসল লাগানোর কাজে ব্যস্ত থাকা বেসামরিক নারী-পুরুষের ওপর নৃশংস হামলা চালায় সশস্ত্ররা। হামলাকারীরা মোটর সাইকেলে চড়ে এসেছিল। ওই হামলায় নির্মমভাবে কমপক্ষে ১১০ জনকে হত্যা করা হয়েছে। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। তিনি জানিয়েছেন, হামলার সময় অনেক নারীকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্যালন বলেন, ‘এ বছর নিষ্পাপ বেসামরিকদের ওপর সরাসরি চালানো সবচেয়ে সহিংস হামলার ঘটনা এটি। এই নির্দয় এবং নৃশংস হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমি সন্ত্রাসবাদী দ্বারা বোর্নো রাজ্যে কৃষকদের হত্যার ঘটনার নিন্দা জানাই। এই হত্যাকাণ্ডে গোটা দেশ শোকে আছে। দুঃখের এই সময়ে আমার সমবেদনা মৃতের পরিবারের পাশে আছে। সৃষ্টিকর্তা মৃতদের আত্মাকে শান্তি দিক।”

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কয়েক বছরে বোকো হারাম এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে আসছে।

/এফইউ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা