নরসিংদীর মাধবদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) মাধবদী থানাধীন নুরালাপুর এলাকার একটি টেক্সটাইল মিলের পেছনের কলাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে স্থানীয় টেক্সটাইল মিলের পেছনের কলাক্ষেতের নির্জন স্থানে পড়ে থাকা একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়রা এ কারণে মাধবদী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর পচা লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ও দাগ রয়েছে।
কয়েকদিন আগে হত্যার পর এখানে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।