X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯

পাওয়া না পাওয়ার প্রতিক্রিয়ায় দুই পরিচালক

বিনোদন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ২২:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:৩৩

মাসুদ পথিক (বামে) ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯। এতে ৮টি বিভাগে মোট ১০টি পুরস্কার নিয়ে সর্বোচ্চর ঘরে আছে মাসুদ পথিকের ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবিটি। যদিও এটি সেরা চলচ্চিত্র বা সেরা পরিচালকের পুরস্কার অর্জনে ব্যর্থ হয়েছে। এ নিয়ে নির্মাতার কণ্ঠে ঝরেছে ক্ষোভ-
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ১০টি পদক পেয়েছে ‘মায়া- দ্য লস্ট মাদার’। তবে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যে ছবি ১০টি শাখায় সেরা, সেটি কেন শ্রেষ্ঠ চলচ্চিত্র হয় না? তার পরিচারক কেন সেরা হতে পারেন না?
আপনারাই একটু ভেবে দেখুন, পরিচালনা না হোক ৮টি শাখায় সেরা হওয়া ছবিই তো শ্রেষ্ঠ হওয়া উচিত! আর যে পরিচালক এগুলো উপহার দিলো, তিনি নিজেই মূল্যায়িত হলো না! তাই আমি খুশি নই, ক্ষুব্ধ। বলবো, আমাকে বঞ্চিত করা হয়েছে।

তানিম রহমান অংশু (ডানে) ‘ন ডরাই’ ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ আসরে সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু। এটি যৌথভাবে পাচ্ছে সেরা চলচ্চিত্রের স্বীকৃতিও। এমন প্রাপ্তিতে বাংলা ট্রিবিউন-এর কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন এই নির্মাতা-

খুবই ভালো লাগছে প্রথম চলচ্চিত্রেই এমন একটি সম্মান পেয়ে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালনসহ ৬ ক্যাটাগরিতে ‘ন ডরাই’ পুরস্কার পেয়েছে! এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

মনে পড়ে, ছবিটি নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। টানা অনুশীলন করেছি। তখনই মনে হয়েছে, কিছু একটা হতে পারে। তারপর এর গল্পটা নারীর ক্ষমতায়ন বা স্বাধীনতা নিয়ে। খুবই শক্তিশালী একটি বিষয়।
সবমিলিয়ে খুবই আশাবাদী ছিলাম। সেই পরিশ্রম ও প্রত্যাশার ফল পেলাম আজ।
অনুলিখন: ওয়ালিউল বিশ্বাস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)