X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দল গোছাচ্ছে আ. লীগ

মাহবুব হাসান
০৫ ডিসেম্বর ২০২০, ২৩:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:২৭

আওয়ামী লীগ

সরকার পরিচালনার পাশাপাশি দলকে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করার দিকে নজর রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। করোনা সংক্রমণের শুরুর দিকের স্থবিরতা কাটিয়ে দলটি সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। সম্মেলন হয়ে যাওয়া কয়েকটি জেলা-মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চার সহযোগী এবং একটি ভ্রাতৃপ্রতীম সংগঠনের পূর্ণাঙ্গ কমিটিও দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব জায়গায় অনৈক্য এবং পদধারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে, সেসব জায়গার কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। এ দল সব সময় দেশ ও দেশের মানুষের জন্য কথা বলে। মহান স্বাধীনতাসহ জাতিগত সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী থাকতে হবে, জনগণের মনের ভাষা বুঝতে হবে। সে লক্ষ্যেই দলকে আরও শক্তিশালী, গণমুখী এবং জনপ্রিয় করার জন্য পুনর্গঠনমূলক নানা কর্মসূচি চলছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রাণ হচ্ছে দলটির তৃণমূল। তৃণমূলকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘জনগণের শক্তিই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অখণ্ডতা রক্ষা করে। আওয়ামী লীগ জনগণের আস্থা বাড়াতে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে জনসম্পৃক্ত বাড়িয়ে সেই পথ নির্বিঘ্ন করতে চায়।’

উল্লেখ্য, সম্মেলনের প্রায় এক বছর পর গত নভেম্বরে  যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, রাজশাহী জেলা ও মহানগর, সিলেট জেলা ও মহানগর, কক্সবাজার এবং বগুড়া জেলার। পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে যশোরসহ কমপক্ষে আরও ২০টি জেলার কমিটি। এছাড়া সাভার ও কেরানীগঞ্জ মডেল থানায় যথাক্রমে পূর্ণাঙ্গ ও আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে সম্প্রতি।

এদিকে অভ্যন্তরীণ বিরোধের অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। আবার দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে না পারার অদক্ষতার কারণে পদ থেকে সরানো হয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাতকে।

আওয়ামী লীগের জেলা এবং বিভাগে কমিটি গঠন এবং যাচাই-বাচাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য এ বছরে মার্চে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রতিটি বিভাগের জন্য একটি করে যাচাই-বাছাই সাব কমিটি করা হয়। এরপর সম্মেলন হয়েছে, কিন্তু কমিটি হয়নি কিংবা আংশিক হয়েছে, এমন শাখাগুলোকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ— ‘বিতর্কিত, অনুপ্রেবেশকারীদের কমিটিতে রাখা যাবে না’, এ কথা তৃণমূল নেতাদের জানিয়ে দেন কেন্দ্রের নেতারা। ওই বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন যেন কোনও বিতর্কিত লোক কমিটিতে না আসতে পারে। কোনও অপরাধী, কোনও ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত কেউ যেন কোনও কমিটিতে প্রবেশ করতে না পারে। দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, ত্যাগী, দুর্দিনে দলের জন্য কাজ করাদের যাতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়, সেই নির্দেশনা দিয়েছেন নেত্রী।’ বিতর্কিতদের বাদ দিতে সব বিভাগে একটি করে কমিটি করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, সে অনুযায়ী কাজ চলছে এবং পূর্ণাঙ্গ কমিটি যাচাই-বাছাই সাপেক্ষে অনুমোদন দেওয়া হচ্ছে।

সম্প্রতি দলসংশ্লিষ্ট আরও একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগ। তা হলো, কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে আর কখনোই দলের মনোনয়ন না দেওয়া। সম্প্রতি নেত্রকোনাসহ তিনটি জেলায় স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়ার পরও তারা অতীতে  বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, এমন তথ্য জানার পর তাদের মনোনয়ন বাতিল করে অন্যদের মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলের নেতাকর্মী— যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন, তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না।’

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’