X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসে আগুন, নিহত ২

ভোলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪

দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগ ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত তিন জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা

নিহতরা হলেন, ভোলা সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিরুল ইসলাম জসিম (৫৫) ও বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট কাশিপুর এলাকার ধীরেন সিকদারের ছেলে জয় সিকদার (৩০)। 

গুরুতর আহতরা হলেন- আবুল কালাম বাচ্চু (৫৫), তামান্না (১৮) ও নিহত জয় সিকদারের স্ত্রী টুম্পা রানি (২০)।  ভোলায় দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিলো। ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মুজাহিরুল ইসলাম জসিম নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর জয় সিকদার নামে অপর এক যুবকের মৃত্যু ঘটে।

এদিকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে টুম্পা এবং আবুল কালাম বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।  দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগ

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে মোট তিনটি বাস ভাঙচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভোলা সদর মডেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা