X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘বাবু খাইছো’ নিয়ে হিরো আলমের বিরুদ্ধে মীর ব্রাদার্সের মামলা

সুধাময় সরকার
১০ ডিসেম্বর ২০২০, ২৩:১৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০০:৪৫

হিরো আলম, ডিজে মারুফ ও মীর মাসুম একটি মৌলিক গানের নাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ঠুকে দিয়েছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম।
যিনি সম্প্রতি তুমুল আলোচনায় আসেন ‘বাবু খাইছো’ নামের একটি গানচিত্র প্রকাশের মাধ্যমে। মীরের সুরে এটি লিখেছেন ও গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। এটি ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়। এরপর ইউটিউব, ফেসবুক হয়ে তুমুল জনপ্রিয় ও ভাইরাল হয় গানটি। গানটির মাধ্যমে সাম্প্রতিক প্রেমিক-প্রেমিকাদের কিছু অসঙ্গতি বা কালচার মজার ছলে তুলে আনেন মীর ব্রাদার্স।
এদিকে মীর ব্রাদার্স প্রজেক্টের আলোচিত এই গানটির সূত্র ধরে সম্প্রতি হিরো আলমও একটি গান করার চেষ্টা করেন। মীর ব্রাদার্সের অভিযোগ, গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম। শুধু তা-ই নয়, এই গানটি তৈরির মাধ্যমে মূল গান, শিল্পী ও শিল্পের মানহানি হয়েছে।
মীর ব্রাদার্সের ‌‌‘বাবু খাইছো’:

এই অভিযোগ তুলে রবিবার (৬ ডিসেম্বর) ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী মীর মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদার-উস-সালাম। আইনজীবী জানান, মামলাটি এখন তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন। 



মামলার বাদী মীর মাসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আমার সৃষ্টিকে চোখের সামনে চুরি ও বিকৃত হতে দেখলাম। তা-ই নয়, বিকৃত করে সেটা দিয়ে অর্থ উপার্জনও করছে বগুড়ার জোকার আলম। আমার গান প্রকাশের দুই মাসের মাথায় প্রকাশ্য দিবালোকে এই কাজগুলো হচ্ছে। এটাকে চুরি বলাও ঠিক হবে না, ডাকাতি বলতে হবে। আমি মনে করি, আমার সঙ্গে যে ঘটনাটি হয়েছে সেটি যেকোনও শিল্পীর জন্য অপমানের। আমি তারই বিচার চাই আইন ও রাষ্ট্রের কাছে। আশা করছি সুবিচার পাবো। এবং অন্যের সৃষ্টি নিয়ে এভাবে আর কেউ মজা করবে না।’
মামলাটি প্রসঙ্গে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হিরো আলমের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আলমের ‘বাবু খাইচো’:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি