X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অর্থনীতিবিদ আবুল বারকাতের ৭৩৬ পৃষ্ঠার গবেষণা গ্রন্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১০:০০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১০:০০

অধ্যাপক আবুল বারকাত ও তার রচিত নতুন গ্রন্থ ২০২১ সালে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র-সমাজ-অর্থনীতি কেমন হওয়ার কথা ছিল? সময়ের আবর্তে তা কেমন হয়েছে? এ নিয়ে ২০ বছর ধরে গভীর অনুসন্ধান করে একটি গবেষণা গ্রন্থ লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। এর নাম রাখা হয়েছে ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’। এটি যৌথভাবে প্রকাশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও মুক্তবুদ্ধি প্রকাশনা।

বইয়ের নামকরণ প্রসঙ্গে লেখকের বক্তব্য, ‘সমাজ-অর্থনীতি-রাষ্ট্রকে আমরা এতকাল ছোট পর্দায়-খণ্ডিত, আংশিক ও কামরাভুক্তভাবে দেখেছি। তাই বিকাশের মর্মবস্তু বুঝতে ব্যর্থ হয়েছি। এসবের বিপরীতে সমাজ-অর্থনীতি-রাষ্ট্রকে দেখতে হবে বড় পর্দায়। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে মানুষকে প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখতে হবে।’

লেখকের চোখে, ‘শোভন সমাজ-শোভন অর্থনীতি-শোভন রাষ্ট্র হলো শেষ বিচারে বৈষম্যহীন অর্থনীতি ও উচ্চ নীতি-নৈতিকতাসম্পন্ন আলোকিত মানুষের জীবনব্যবস্থা।’

কোভিড-১৯ প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী মানুষের গৃহবন্দি হয়ে পড়াকে বিপর্যয় মনে করেন অধ্যাপক আবুল বারকাত। তার মতে, ‘বড় পর্দার প্রকৃতির প্রতি পূর্ণ আনুগত্য-আস্থা-সম্মানভিত্তিক নতুন এক জীবনব্যবস্থা ‘শোভন সমাজব্যবস্থা’ আলোকিত মানুষের বৈষম্যহীন সমাজ গড়ার চাহিদা অনিবার্য। এ পথে হাঁটা ছাড়া অশোভন পৃথিবী থেকে শোভন পৃথিবীতে উত্তরণ সম্ভব নয়। পথটা দেখাবে শোভন রাজনীতি।’

বাংলাদেশ অর্থনীতি সমিতি ও মুক্তবুদ্ধি প্রকাশনার অফিসসহ বাংলাদেশের সব জেলা ও বিভিন্ন উপজেলার পুস্তক বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’। এছাড়া অনলাইনে রকমারি.কম, পাঠক সমাবেশ, বইমেলা.কম এবং বাতিঘরে অর্ডার দিয়ে কেনা যাবে এটি। ৭৩৬ পৃষ্ঠার এই গ্রন্থের মূল্য ১ হাজার ৫০০ টাকা হলেও আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে।

‘গণমানুষের অর্থনীতিবিদ’ হিসেবে আবুল বারকাতের পরিচিতি রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান এবং জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সমাজ, অর্থনীতি ও রাজনীতি বিষয়ে গবেষণা গ্রন্থ, প্রবন্ধ, মনোগ্রাফ, অভিসন্দর্ভ, লোকবক্তৃতাসহ তার লেখা পাঁচশরও বেশি লেখা প্রকাশিত হয়েছে। ‘গণমানুষের অর্থনীতিবিদ’ আবুল বারকাত বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া