X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

'জরুরি জলবায়ু পরিস্থিতি' ঘোষণার আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১০:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৬
image

বৈশ্বিক উষ্ণতার বিপর্যয় এড়াতে নিজ নিজ দেশে জরুরি জলবায়ু পরিস্থিতি ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার ক্লাইমেট অ্যাম্বিশন সামিট-এ দেওয়া উদ্বোধনী ভাষণে এই আহ্বান জানান তিনি। ভার্চুয়াল এই সম্মেলনে ৭০টিরও বেশি দেশের নেতারা এক দিনের এই সম্মেলনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 'জরুরি জলবায়ু পরিস্থিতি' ঘোষণার আহ্বান জাতিসংঘের

২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে বৈশ্বিক উষ্ণতা রোধে কার্বন নিঃসরণ কমিয়ে আনায় গতি আনতে এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে ক্লাইমেট অ্যাম্বিশন সামিট। এক দিনের এই সম্মেলনে বহু দেশের নেতারা যোগ দিয়েছেন।

পাঁচ বছর আগে প্যারিসে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রতিশ্রুতি দেয় দেশগুলো। সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে অ্যান্তোনিও গুতেরেস বলেন, সেই লক্ষ্য পূরণে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তা অপর্যাপ্ত। আবার কোনও কোনও ক্ষেত্রে এসব পদক্ষেপ উপেক্ষা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ব সম্প্রদায় যদি তাদের গতিপথ না বদলায় তাহলে বিশ্বের তাপমাত্রা এই শতাব্দীতে বিপর্যয়করভাবে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

অ্যান্তোনিও গুতেরেস প্রশ্ন রাখেন, ‘আমরা আজ যে নাটকীয় জরুরি পরিস্থিতির মোকাবিলা করছি তা কি কেউ অস্বীকার করতে পারবে? সেই কারণেই আজ আমি বিশ্বের সব নেতাদের তাদের নিজ নিজ দেশে জলবায়ু জরুরি পরিস্থিতি ঘোষণার আহ্বান জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত না কার্বন নিরপেক্ষতায় পৌঁছানো সম্ভব না হয় ততক্ষণ এই পরিস্থিতি বহাল থাকবে।’

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
পাচারের টাকা ফেরাতে বিদেশি রাষ্ট্র-আন্তর্জাতিক সংস্থাকে চিঠি  
সুদানে সংঘাত শুরু হওয়ার পর ৮ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত: আইওএম
বিশ্ব অর্থনীতি নিয়ে হতাশার কথা জানালো আইএমএফ
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন