X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেঁচে যাওয়ার বর্ণনায় মাই কাদরা শহরের হত্যাযজ্ঞ

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১৩:৫৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৩:৫৪
image

ইথিওপিয়ার যুদ্ধ কবলিত টাইগ্রে অঞ্চলের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে যোগাযোগ পুনঃস্থাপন হতে শুরু করেছে। আর এর মধ্য দিয়ে মাই কাদরা শহরের বাসিন্দারা প্রায় এক মাস আগের বেসামরিক মানুষের ওপর ঘটে যাওয়া নির্বিচার হত্যাযজ্ঞের অভিজ্ঞতা প্রকাশের সুযোগ পাচ্ছেন। আর তাতেই জানা যাচ্ছে সরকারি বাহিনী ও বর্তমানে পলাতক থাকা আঞ্চলিক সরকারের বাহিনীর মধ্যকার সপ্তাহব্যাপী লড়াইয়ে সহিংসতার ভয়াবহতা। বেঁচে যাওয়ার বর্ণনায় মাই কাদরা শহরের হত্যাযজ্ঞ

গত ১২ নভেম্বর লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় তিন দিন আগে যুদ্ধরত টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) মাই কাদরা শহরে নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানায় তলোয়ার ও ছুরি নিয়ে সশস্ত্র ব্যক্তিরা শহরটির বাসিন্দাদের ওপর হামলা চালিয়ে গলা কেটে হত্যা করতে শুরু করে। মানবাধিকার সংস্থাটি জানায় ওই হামলায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়। সংস্থাটির তরফ থেকে ঘটনাস্থলের ভয়াবহ সব ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।

অ্যামনেস্টির ওই প্রতিবেদনের কয়েক দিনের মাথায় ইথিওপিয়ার সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার পর্যবেক্ষকদের তরফে বলা হয়, ছয়শ’ বেসামরিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারে। পুলিশ, টাইগ্রে জনগন এবং স্থানীয়দের সহায়তায় তরুণদের একটি গ্রুপ ওই হত্যাকাণ্ড চালায় বলে দাবি করে তারা।

প্রায় ৪৫ হাজার মানুষের শহর মাই কাদরা শহরটি ওই হত্যাকাণ্ডের সময় পর্যন্ত টিপিএলএফ’র নিয়ন্ত্রণে ছিলো। তবে হত্যাকাণ্ডের পর ইথিওপিয়ার সরকারি বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেয়।

গত ২৮ নভেম্বর টাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেল্লের নিয়ন্ত্রণ ইথিওপিয়ার সরকারি বাহিনী নিয়ে নিলেও টিপিএলএফ এবং দেশটির সেনাবাহিনীর লড়াই এখনও প্রান্তিক এলাকাগুলোতে চলছে বলে ধারণা করা হচ্ছে।

মাই কাদরার হত্যাযজ্ঞের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সোলোমন চাকলু নামের এক ব্যক্তি জানান একটি গাড়ি কিনতে তিনি দানশা শহর থেকে তিনি মাই কাদরায় আসেন। টেলিফোনে তিনি বলেন, ‘পুলিশ এবং টিপিএলফ’র তরুণরা সারা শহরে টাইগ্রে নয় এমন মানুষদের হত্যা করতে খুঁজে বেড়াচ্ছিল। আমরা যে বাড়িতে লুকিয়ে ছিলাম সেখানে প্রায় তিনটে নাগাদ পুলিশ ও ওই তরুণরা তলোয়ার নিয়ে চলে আসে।’ তিনি বলেন, ‘তারা আমাকে টেনে বের করে নিয়ে আসে। সেখানে আমি মরে যাওয়া কিংবা পড়ে থাকা ২০ থেকে ৩০টি শরীর দেখতে পাই। আমি ভেবেছিলাম আজ মরেই যাবো।’

সলোমন জানান, তার মাথায় আঘাত করা হলে তিনি জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরলে জানতে পারেন তার বন্ধু ফ্রেদে লেউকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর ছাড়া পান তিনি। তিনি বলেন, ‘মানুষ সেদিন রক্তপিপাসু প্রাণীতে পরিণত হয়েছিল।’

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া