X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাইডেনের জয় নিশ্চিত করতে বৈঠকে বসছে মার্কিন ইলেক্টোরাল কলেজ

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২০:১৮
image

পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিকতা সারতে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন ইলেক্টোরাল কলেজ এর ৫৩৮ প্রতিনিধি। ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার তরফে সোমবার তারা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবেন। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুযায়ী আকস্মিক দলত্যাগ ছাড়া জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট পাবেন বলে আশা করা হচ্ছে। অপর দিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন ২৩২টি ভোট। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাইডেনের জয় নিশ্চিত করতে বৈঠকে বসছে মার্কিন ইলেক্টোরাল কলেজ

ইলেক্টোরাল কলেজ প্রতিনিধিদের বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নির্বাচন পরবর্তী উত্তেজনার অবসান হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের পর নিজের বিপুল পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে জালিয়াতির অভিযোগ এনে বেশ কয়েকটি মামলা দায়ের করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত সেসব মামলায় আনা অভিযোগের পক্ষে কোনও গ্রহণযোগ্য প্রমাণ হাজির করতে পারেননি তিনি।

রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সবকিছু শেষ হয়ে যায়নি। সম্ভবত একজন অবৈধ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসতে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওই সাক্ষাৎকারের পর এক টুইটার পোস্টে মার্কিন সুপ্রিম কোর্টকে আক্রমণ করে বলেন তার মামলাকে সমর্থন করতে ভয় পেয়েছে আদালত।

ডোনাল্ড ট্রাম্পের  হাকডাকের পরও গত ৩ নভেম্বর নির্বাচনের ফলাফল ইতোমধ্যে অনুমোদন করে দিয়েছে ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ন্যুনতম ২৭০টিরও বেশি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করার পাশাপাশি জো বাইডেন রেকর্ড ৮ কোটি ১৩ লাখ ভোট পেয়েছেন। যা এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের ৫১.৩ শতাংশ। অপর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৬.৮ শতাংশ বা সাত কোটি ৪২ লাখ ভোট।

তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সরাসরি ভোটাররা নয় প্রেসিডেন্ট নির্বাচন করেন ভোটারদের মাধ্যমে নির্বাচিত হওয়া ইলেক্টোরাল কলেজ প্রতিনিধিরা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে সোমবার বৈঠকে বসবেন ইলেক্ট্রোরাল কলেজ সদস্যরা।

নির্বাচন প্রক্রিয়া শেষ হলে সোমবার সন্ধ্যায় জো বাইডেন ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!