X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অতিথি পাখির কলতানে মুখর আত্রাই নদী

নওগাঁ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৮

অতিথি পাখি


নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর মধুবন এলাকা অতিথি পাখির কলতানে এখন মুখর। অতিথি পাখি রক্ষায় প্রতি বছরের মতো এবারও কাজ শুরু করেছেন স্থানীয় প্রাণ ও প্রকৃতি সংগঠন। তবে সমস্যা হলো অতিথি পাখিদের বিচরণ করা আত্রাই নদী লিজ না দেওয়া ওই অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বিকট শব্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাখিরা থাকতে পারছে না।

জানা গেছে, গত ১০ বছর ধরে মহাদেবপুরের আত্রাই নদীর মধুবন ও কুঞ্জবনসহ কয়েকটি এলাকায় প্রায় তিন কিলোমিটার জুড়ে সাড়ালি, পানকৌড়ি ও ডুবরিসহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার অতিথি পাখির বিচরণ। এসব পাখিদের রক্ষায় স্থানীয় প্রাণ ও প্রকৃতি সংগঠনসহ স্থানীয়রা কাজ করছেন। পাখিদের অভয়াশ্রমের জন্য প্রশাসনের কাছে ওই এলাকার বালুমহল লিজ বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

প্রশাসন লিজ না দিলেও প্রশাসনের নাকের ডগায় একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গত কয়েকদিন আগে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।
প্রাণ ও প্রকৃতি সংগঠনের সভাপতি কাজি নাজমুল হক বলেন, মধুবন এলাকায় সরকারিভাবে লিজ না দিলেও মোয়াজ্জেম হাজী ভয়ভীতি দিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।
স্থানীয় মিজানুর রহমান বলেন, পাখিদের ঢিল ছুড়ে তাড়িয়ে দিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন ও থানা সংলগ্ন এই পাখি কলোনি থেকে বালু দস্যুরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
শামস উদ্দিন মন্ডল জানান, বাঁশ দিয়ে পাখি কলোনি করা হয়েছে। সেই অংশটি উপজেলা মৎস্য অফিস থেকে ঘোষিত মাছের অভয়াশ্রম। এখানেই পাখি এসে বসে প্রতি বছর।
অবৈধিভাবে বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করে মোয়াজ্জেম হাজী বলেন, দীর্ঘদিন থেকে ওই অংশ থেকে বালু উত্তোলন করে আসছি। হঠাৎ করে ওই অংশে শত্রুতামূলক পাখি কলোনি ঘোষণা করা হয়েছে।
মহাদেবপুর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আসমা খাতুন জানান, কয়েকদিন আগে সেখানে উপজেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। লিজ বহির্ভূত ওই অংশ থেকে বালু উত্তোলন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার যদি বালু উত্তোলন করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা