X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইবিতে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ইবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২০, ১৯:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৯:৪২




ইবিতে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া বিজয় দিবসে ফুল দিতে জুতা পায়ে বেদিতে ওঠাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলায়’ শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। পরে একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, ইবি শাখা ছাত্রলীগ ও কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে অফিসার্স অ্যাসোসিয়েশন ফুল দেওয়ার জন্য বেদিতে ওঠে। এসময় পাশ থেকে ছাত্রলীগের কর্মীরা জুতা পায়ে বেদিতে উঠছেন বলে প্রতিবাদ করতে থাকে। সঙ্গে সঙ্গে কর্মকর্তা সমিতির সদস্যরাও প্রতিবাদ করলে অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা তাদের প্রতি ক্ষিপ্ত হন।

এসময় উভয়পক্ষ লাঠি-সোটা নিয়ে তেড়ে আসে ও তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। এছাড়া ফুলের ডালি নিয়ে টানাহেচড়ার একপর্যায়ে তা ভেযে যায়। এদিকে সহায়ক কর্মচারী সমিতি ফুল নিয়ে বেদিতে উঠলে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ক্যাম্পাসের অভ্যন্তরে ও বেদিতে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ব্যর্থ হয়। পরে পরিবেশ শান্ত হলে বিভিন্ন হল, বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এর আগে, গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে ফুল দেওয়াতে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রী।

ইবিতে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এক যৌথ সংবাদ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নূরুন্নবী সবুজ ও সাধারণ সম্পাদক জিকে সাদিক বলেন, শহীদ বেদি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের পুণ্য-স্মৃতি বিজড়িত পবিত্র স্থান। বিভিন্ন জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে যারা আমাদের এই পবিত্রস্থানে নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও হীনস্বার্থকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছে তারা শহীদের পবিত্র আত্মার প্রতি অসম্মান করেছে ও শহীদ বেদির মর্যাদা নষ্ট করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বেও বিভিন্ন সংগঠন তাদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শহীদ বেদিতে বিবাদে জড়িয়ে মারামারি করেছে। কিন্তু এ পর্যন্ত কোনও ঘটনারই বিচার হয়নি; এমন ধৃষ্টতাপূর্ণ বর্বর আচরণও বন্ধ হয়নি। আমরা মনে করি এসব কুচক্রী মহল শহীদদের পুণ্য-আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে নয় বরং তাদের অসম্মান করতে এবং শহীদ বেদির মর্যাদা নষ্ট করতেই যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত হাতে এসব কুচক্রী মহলের চক্রান্তমূলক কর্মকাণ্ড দমন করতে হবে। এছাড়া ভবিষ্যতে যেন এমন লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে দাবিও জানান তারা।

বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, মহান বিজয় দিবসে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন। উভয়পক্ষের সঙ্গে আমি কথা বলেছি। যদিও এটা তাদের সংগঠনের আভ্যন্তরীণ বিষয়, তবুও আমি চেষ্টা করবো ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ