X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সারাদেশে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২০, ২১:১৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২৩:৪৩

শেরপুর আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় সারাদেশে দিবসটি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর...

শেরপুর: করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিজয় উদযাপনের আয়োজনে বাড়তি সতর্কতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়। এবার অন্যান্যবারের মতো আড়ম্বর ছিল না। এছাড়া এবারের বিজয় দিবসের অন্যতম আয়োজন কুচকাওয়াজও হয়নি। সকাল সাড়ে সাতটায় জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এরপর জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেরপুর প্রেসক্লাব, শেরপুর সরকারি কলেজ, শেরপুর মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল আটটায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল দশটায় বিজয় দিবস উদযাপন সম্পর্কিত ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া: মৃক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে উযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহরের ফারুকি পার্কের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনতা। এদিকে করোনা মহামারি পরিস্থতিতে মিছিল-জনসমাবেশ নিষিদ্ধ ছিল। বাতিল করা হয় জেলার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের কুচকাওয়াজ ও ডিসপ্লে।

হবিগঞ্জ: হবিগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। একইসঙ্গে জেলার সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দুর্জয় শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। সকাল ৮টায় জেলা প্রশাসনের নিমতলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলাখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা ঞয়।

খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা: খুলনায় নানা আয়োজনে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য মােহাম্মদ ফায়েক উজ্জামান জাতীয় পতাকা উত্তােলন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী শােভাযাত্রাসহ ক্যাম্পাস মুক্তিযুদ্ধর ভাস্কর্য অদম্য বাংলা চত্ত্বর পৌঁছান। বিশ্ববিদ্যালয়ের পক্ষ উপাচার্য সর্বপ্রথম মুক্তিযুদ্ধর ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে অন্যরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য কাজী নজরুল ইসলাম লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বােধন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১টায় ওয়েবিনার আলােচনা সভা। ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান এবং বার্ষিক প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠান। এছাড়া খুলনা জেলা প্রশাসন, সিটি করপোরেশন, খুলনা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন বিজয় দিবস উপলক্ষে বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।

মানিকগঞ্জ: দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এছাড়া আলোচনা সভা ও বিশেষ দোয়ারও আয়োজন করা হয়।

যশোর যশোর: বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপনে শুরু হয়। স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গ ও লাখো মানুষের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যশোরবাসী। জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে বিজয়স্তম্ভে। দিবসটি উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এছাড়া, হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, কিশোর উন্নয়ন কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নতমানের খাবার দেওয়া হয়।

সাতক্ষীরা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাতক্ষীরায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া বিশেষ দোয়া ও আলোচনা সভারও আয়োজন করা হয়।

বরিশাল বরিশাল: নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিজয় দিবস। সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এরপরপ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনারসহ বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া নগরীতে বিজয় র‌্যালি বের করে আওয়ামী লীগ এবং বিএনপি। এদিকে সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে শিক্ষকরা। অন্যদিকে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের কার্যক্রমের সূচনা করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। সকাল ১১টায় জেলা পুলিশ লাইনসে পুলিশের মুক্তিযোদ্ধা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

দিনাজপুর দিনাজপুর ও হিলি: সারা দেশের মতো দিনাজপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জেলাবাসী স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযুদ্ধাদের নামের তালিকা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনতা। এছাড়া হিলিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার ১০০ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে এই সংবর্ধনা দেওয়া হয়।

নেত্রকোনা: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। জেলা প্রশাসনের পাশাপাশি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে শ্রদ্ধা জানান। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় সাতপাই স্মৃতিসৌধে ও মালনী পাটপট্টি ব্রিজের বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

কুমিল্লা: কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লার টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। অন্যদিকে সকাল ১০টায় কুমিল্লা নগরীর রামঘাটে অবস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদদের স্মরণে ও বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে কুমিল্লা সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার আয়োজনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী নোয়াখালী: নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, পুলিশ নারী কল্যাণ সমিতি, নোয়াখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, স্বাচিপ, জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, জেলার ৯ উপজেলায় উপজেলা প্রশাসন, বিভিন্ন দল ও দলের অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসটি পালিত হয়।

পঞ্চগড় এছাড়া নানা আয়োজনে মাগুরা, পটুয়াখালী, পঞ্চগড়, নীলফামারী, গাজীপুর, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে বিজয় দিবস পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনের সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

 

/টিটি/
সম্পর্কিত
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
পানি আনতে স্কুল ফুরায়
জনপদজুড়ে সুপেয় পানির হাহাকার
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়