X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রেলারে দেশের প্রথম ইংরেজি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ০৯:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩০

‘দ্য গ্রেভ’-এ গাজী রাকায়েত দেশে প্রথমবারের মতো নির্মিত হলো ইংরেজি ভাষায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সরকারি অনুদান পাওয়া গাজী রাকায়েত পরিচালিত ও অভিনীত এই ছবিটির নাম ‘দ্য গ্রেভ’।
গল্পের ভিন্নতা ও ভাষার কারণে ছবিটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে বেশ আগেই। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিলো এর ট্রেলার। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় প্রায় সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারটি প্রকাশ হয়েছে অন্তর্জালে। যেখানে উঠে এসেছে ছবিটির গল্প ভাবনা। যদিও খানিক সমালোচনা রয়েছে, ইংরেজি ভাষায় ডাবিং না করে অভিনেতাদের মাধ্যমে ডায়লগ প্রক্ষেপণ করা নিয়ে।
আবার কেউ কেউ এটাও বলছেন, ডাবিং করালে ছবিটির অভিনয় মান পড়ে যেত।
এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা গাজী রাকায়েত নিজেই। সঙ্গে আছেন মৌসুমী হামিদ। ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা, ওমর ফারুক প্রমুখ।
জানা গেছে, এটি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও নির্মাণ করা হয়েছে। বাংলার যার নাম ‘গোর’।
ছবিটি প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘‘সব ছবি দুই ভাষায় নির্মাণের দরকার নেই। তবে কিছু চলচ্চিত্র প্রয়োজনীয়। সেই ভাবনা থেকেই ‘গোর’ ইংরেজিতেও নির্মাণ করা হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন এটি ডাবিং চলচ্চিত্র। কিন্তু আমরা দুটি ছবিই আলাদা শুট করেছি।’’

ছবিটি এরমধ্যে ছাড়পত্র পেয়েছে। মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর।
ছবিটি মুক্তির বিষয়ে গাজী রাকায়েত বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘‘মুজিব জন্মশতবর্ষ আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। পাশাপাশি ‘দ্য গ্রেভ’ বাংলাদেশের প্রথম ইংরেজি চলচ্চিত্র হিসেবে ছাড়পত্র পেলো। এটাও আমাদের জন্য গৌরবের। আশা করছি, ছবিটি দেশ ও বিদেশে সমাদৃত হবে।’’
ছবির শুটিং হয়েছে দোহারের শাইনপুকুর গ্রামে। সেখানে ঘন জঙ্গল ছিল। সাপের বসবাস ছিল স্থানটিতে। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে বাড়ি নির্মাণ করা হয়। শুধু বাড়িই না, রীতিমতো গৃহস্থের বাড়ি; যেখানে লাউয়ের মাচা, মুরগি পালন, গরু-ছাগল সবই ছিল। এভাবেই শুটিং হয়েছে চলচ্চিত্র দুটির।
জানা যায়, গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে ‘গোর’ নামে একটি ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। এটিকেই উপজীব্য করে চলচ্চিত্রটি নির্মাণ করেন গাজী রাকায়েত।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার