X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ডাকাতি: যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ১৩:৪৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৩:৪৬

লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদরের আন্দার মানিক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের হামলায় গৃহকর্তা ও ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনির হোসেন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মিনোয়ারা বেগম। শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন অলি উল্যাহর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মনির হোসেনের ঘরের ছাদের ওপর দিয়ে ভিতরে প্রবেশ করে বাড়ির সবাইকে জিম্মি করে এবং বেঁধে রাখে। এ সময় মনির হোসেন ডাকাতদের বাধা দিলে তাকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

পরে প্রতিবেশীরা এগিয়ে এসে মনির হোসেন ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর মনির হোসেন মারা যান। গুরুতর আহত স্ত্রী মিনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

এদিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল জানান, মনির হোসেন ইটভাটার মাটির ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দিন আগে দুই লাখ টাকা উত্তোলন করে বাসায় নিয়ে আসেন তিনি। টাকার জন্য এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, নিহত মনির হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা