X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চীনের ব্যাপারে নেপালকে সতর্কতা ভারতীয় সামরিক কর্মকর্তার

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ২১:১৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৫

চীনের সঙ্গে ঘনিষ্ঠতার ব্যাপারে নেপালকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। শ্রীলঙ্কাকে দেখে নেপালকে এ ব্যাপারে শিক্ষা নিতে বলেছেন তিনি। বৃহস্পতিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন পরামর্শ দেন তিনি। জেনারেল বিপিন রাওয়াত

বিপিন রাওয়াত বলেন, চীনকে বন্ধু ভাবার আগে, তাদের কথা শুনে চলার আগে, নেপাল যেন শ্রীলঙ্কার পরিস্থিতি ভালো করে দেখে নেয়।

কয়েক মাস আগে লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এখনও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। আর এই সমস্যার মধ্যেই নেপালের সঙ্গে ভারতের সম্পর্কও প্রভাবিত হয়। তবে এর পেছনে চীনের উসকানি ও নেপালের চীন-নির্ভরতা স্পষ্ট। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক সব সময় ভালো থাকলেও চীনের কারণে সে সময়ে শুরু হয় সমস্যা।

এই ইস্যুতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস (র)-এর প্রধান সামন্তকুমার গোয়েল গত দুই মাসে দিল্লি থেকে দুইবার কাঠমান্ডু সফরে যান। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেও কাঠমান্ডু সফর করেন। সিরিজ সফরে তারা নেপালের সঙ্গে ভারতের সুসম্পর্ক বাড়ানোর জন্য নানা রকম আলোচনা করেন। এরপর এই মাসেই আবার ভারত সফরে যাচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালি।

এমন সময়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলে তা নেপালের জন্যই বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিপিন রাওয়াত। কারণ, অন্য দেশগুলোকে ঋণ দিয়ে নিজেদের জালে জড়িয়ে নেওয়ার চেষ্টা করে চীন। শ্রীলঙ্কা চীনের এই প্রতারণার শিকার বলে অভিযোগ করেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ।

বিপিন রাওয়াত এ প্রসঙ্গে বলেন, ‘ভারত কোনও দিন নেপালের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনও রকম অস্বচ্ছতা রাখেনি। সবসময় নিঃস্বার্থভাবে কাঠমান্ডুর পাশে থেকেছে দিল্লি। হিমালয়ের এই দেশটিকে সব রকমভাবেই সাহায্য করে এসেছে ভারত। এমনকি নেপাল কোনও দেশের সঙ্গে কেমন সম্পর্ক রাখবে, তা নিয়েও কখনও মাথা ঘামায়নি দিল্লি। তাই যেকোনও দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারে কাঠমান্ডু। তবে এশিয়ার এই অঞ্চলে শ্রীলঙ্কা ও অন্য দেশগুলো এক অপরের সঙ্গে কী চুক্তি সই করেছে তা দেখেই নেপালের শিক্ষা নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘নেপালের বহু জরুরি পণ্য ভারত থেকে সরবরাহ হয়। শুধু তা-ই নয়, নেপালের ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, টেলিকম, বিদ্যুৎ– সব জরুরি ক্ষেত্রেই ভারতের অবদান স্পষ্ট।’ সূত্র: দ্য ওয়াল।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট