X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রেস্টুরেন্টের বাথরুমে মেক্সিকোর সাবেক গভর্নরকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৮:৫৯
image

মেক্সিকোর সহিংসতা কবলিত পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিসকোর সাবেক এক গভর্নরকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার জনপ্রিয় পর্যটন উপকূল পুয়ের্তো ভাল্লারতায় একটি রেস্টুরেন্টের বাথরুমে অ্যারিসতোতেলেস সান্দোভালের ওপর গুলি চালানো হয়। পরে তার দেহরক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিতে চাইলেও রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে বন্দুকধারীরা। এর কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রেস্টুরেন্টের বাথরুমে মেক্সিকোর সাবেক গভর্নরকে গুলি করে হত্যা

জালিসকো প্রদেশের অ্যাটর্নি জেনারেল জেরার্ডো অক্টাভিও সোলিস জানান, অ্যারিসতোতেলেস সান্দোভাল অপর চার ব্যক্তিকে নিয়ে রাতের খাবার খেতে যান। রাত দেড়টার দিকে তিনি টেবিল থেকে উঠে বাথরুমে যান। সেখানে পেছন দিক থেকে তার ওপর গুলি চালানো হয়। পরে তার দেহরক্ষীরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বন্দুকধারীরা আবারও গুলি চালিয়ে রাস্তা আটকানোর চেষ্টা করে। সেসময় এক দেহরক্ষী মারাত্মক আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও সেখানেই তিনি মারা যান।

অ্যারিসতোতেলেস সান্দোভালের নিরাপত্তায় ১৫ জন পুলিশ দেহরক্ষী নিযুক্ত থাকলেও হামলার সময়ে মাত্র দুই জন উপস্থিত ছিল। নিরাপত্তা বিশ্লেষক অ্যালেজান্দ্রো হোপ বলেন, ‘এই হত্যাকাণ্ড বিপুল পরিকল্পনা নিয়ে করা হয়েছে−এর অর্থ কেউ তাকে কয়েক সপ্তাহ ধরেই খুঁজে বেড়াচ্ছিল। কেউ হয়তো তার গতিবিধি জানতো, আর কমবেশি এটাও জানতো কখন তার দেহরক্ষী কম থাকবে।’  

অ্যাটর্নি জেনারেল জেরার্ডো অক্টাভিও সোলিস জানান, রেস্টুরেন্টের কর্মীরা ক্রাইম সিন পরিষ্কার করে ফেলেছে, রক্ত এবং গুলির বাক্স সরিয়ে ফেলেছে, এমনকি হামলার ভিডিও ফুটেজ মুছে দিয়েছে। তিনি বলেন, কোনও ক্লু পাওয়া যায়নি, তারা কার্যত জায়গাটি পরিষ্কার করে ফেলেছে। তিনি দাবি করেন, হামলায় আট থেকে দশ জন সন্দেহভাজন হামলাকারী যুক্ত ছিল। তবে এই ঘটনায় কারা জড়িত ছিল সে সম্পর্কে কোনও ইঙ্গিত দেননি তিনি।

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাডোর।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ