X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর হুঁশিয়ারি কার্যকরের পথে

উদিসা ইসলাম
২০ ডিসেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৮:০০

বঙ্গবন্ধুর হুঁশিয়ারি কার্যকরের পথে (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ২০ ডিসেম্বরের ঘটনা।)

সরকারি অর্থ আত্মসাৎ দুর্নীতি ও বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বনের অভিযোগে পুলিশ ১৯৭২ সালের ২০ ডিসেম্বর আদমজী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রাক্তন চিফ অ্যাডমিনিস্ট্রেটর ও অপর চারজন পদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র ও আদমজী জুট মিলের কয়েকটি গাড়ি ও জুটমিলের নথিপত্রসহ কিছু মালপত্র উদ্ধার করে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতিবাজ, ঘুষখোর, কালোবাজারিদের সম্পর্কে জনসভায় ভাষণ দানকালে যে সতর্কবাণী উচ্চারণ করেন তারই পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন দৈনিক পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বঙ্গবন্ধুর হুঁশিয়ারি কার্যকরের পথে
গ্রন্থমেলায় বঙ্গবন্ধুর বাণী
এক বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আন্তর্জাতিক গ্রন্থবর্ষ উৎসব কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক গ্রন্থমেলার সাফল্য কামনা করেন। তিনি বলেন, আমাদের যুদ্ধবিধ্বস্ত সাড়ে সাত কোটি মানুষ আন্তর্জাতিক গ্রন্থবর্ষ পালনের মধ্য দিয়ে সারা পৃথিবীর শান্তিকামী মানুষের সঙ্গে নিজেকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করছে জেনে আমি অত্যন্ত আনন্দ লাভ করেছি। সপ্তাহব্যাপী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে পালিত হচ্ছে, আমি এর পূর্ণাঙ্গ সাফল্য কামনা করি।
রাষ্ট্রপতি যা বলেছেন
গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণমুখী শিক্ষা প্রবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার মান উন্নত করতে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী জনগণের মধ্যে জ্ঞানার্জনের তৃষ্ণা বৃদ্ধিতে করণীয় নির্ধারণের আহ্বান জানান। তিনি বলেন, পুস্তকের উচ্চমূল্য সাধারণ মানুষের আগ্রহ ধরে রাখার অন্যতম অন্তরায়। এ অন্তরায় দূর করতে না পারলে সাধারণ মানুষের মধ্যে জানার আগ্রহ সৃষ্টি করা সম্ভব হবে না।

বঙ্গবন্ধুর হুঁশিয়ারি কার্যকরের পথে
সোভিয়েতকে বাংলাদেশের শুভেচ্ছা
বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী সোভিয়েত ইউনিয়ন আর বাংলাদেশের মধ্যকার বর্তমান অন্তরঙ্গ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সোভিয়েত ইউনিয়নের বর্তমান নিবিড় বন্ধুত্ব আর পারস্পরিক সমঝোতা আগামী বছরগুলোতে আরও দ্রুততর হবে।
মার্চের মধ্যে কাপড়ের চাহিদা ৭৫ ভাগ পূরণ হবে
বাংলাদেশের সুতাকল করপোরেশনের আগামী মার্চ মাস নাগাদ দেশে কাপড়ের চাহিদাপত্র গ্রহণ করতে সক্ষম হবে। এ ব্যাপারে ব্যাপক উৎপাদনের জন্য করপোরেশন সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছে। ১৯৭২ সালের এই দিনে করপোরেশনের এক কর্মকর্তাকে বলেন, উৎপাদন বাড়ানোর জন্য ইতোমধ্যে যন্ত্রপাতিসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ব্যবস্থার করা হয়েছে।

বঙ্গবন্ধুর হুঁশিয়ারি কার্যকরের পথে
২২ তারিখ বুদ্ধিজীবীদের স্মৃতিফলক উন্মোচন
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২২ তারিখ বেলা তিনটায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতিফলক উন্মোচন করবেন। বুদ্ধিজীবীর স্মৃতির প্রতি এদিন বিভিন্ন সংস্থা শ্রদ্ধা অর্পণ করবেন। এ উপলক্ষে শৃঙ্খলা বজায় রাখতে সংস্কৃতি অনুষ্ঠানে যোগদানের জন্য সংস্থাগুলোকে তাদের নাম ও পুষ্পমালা জমা দিতে মন্ত্রণালয়ের নিকটবর্তী অফিসে জমা দেওয়ার জন্য হ্যান্ডআউট পরামর্শ দেওয়া হয়।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা