X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সাংবাদিক জুবায়ের

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
২০ ডিসেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:২৩
image

 

যুক্তরাজ্যভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল এস-এর চিফ রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড লাভ করেছেন। ১৬তম এই আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো কোনও সাংবাদিককে কারি ইন্ড্রাস্ট্রি নিয়ে মিডিয়ায় অনন্য ভূমিকার জন্য এই স্বীকৃতি প্রদান করা হলো। এই ইন্ড্রাস্ট্রির পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কোভিড নাইনটিন বাস্তবতায় বিশেষ রিপোটিং-এর কথাও উল্লেখ করা হয় অনুষ্ঠানে।

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সাংবাদিক জুবায়ের

বিশ্ব কারি ইন্ড্রাস্ট্রির ‘অস্কার পুরস্কার’ হিসেবে খ্যাত ব্রিটিশ এই অ্যাওয়ার্ডের ১৬-তম ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয় গত ১৭ ডিসেম্বর। করোনা পরিস্থিতির কারণে আয়োজনটি ছিল ভার্চুয়াল। জাস্ট ইটের সহযোগিতায় প্রথমবারের মতো এই অনুষ্ঠানে কোনও একটি রেস্টুরেন্টের খাদ্যমানের স্বাদ ও গুণাগুণ বিচার করে দেওয়ার পরিবর্তে ১৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। বিবিসিখ্যাত সাংবাদিক ও ডকুমেন্টারি ম্যাকার রাগি ওমর অ্যাওয়ার্ড বিজয়ী হিসেবে মুহাম্মদ জুবায়েরের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন খ্যাতিমান ব্রিটিশ কমেডিয়ান রোরি ব্রেমনার।

অ্যাওয়ার্ডস-এর প্রেজেন্টেশনে বলা হয়, মুহাম্মদ জুবায়ের একজন পরিশ্রমী ও মানবিক বোধসম্পন্ন সাংবাদিক। তিনি সাংবাদিকতার মাধ্যমে নিঃস্বার্থভাবে কমিউনিটির কল্যাণে অনন্য ভূমিকা রাখছেন। তার অনুসন্ধানী ও তথ্যভিত্তিক রিপোটিং-এর মাধ্যমে বহু বিষয়ে কমিউনিটি আলোকিত হয়। জুবায়েরের রিপোটিং-এ প্রাধান্য পায় এথনিক ও মুসলিম কমিউনিটি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে ভলান্টারি কাজেও তার সক্রিয়তা রয়েছে। তিনি ১৭ বছর যাবত ক্লাবের সাথে যুক্ত, বর্তমানে ২য় টার্মের জেনারেল সেক্রেটারি। মুহাম্মদ জুবায়ের তার বক্তৃতায় বলেন, আমি ১৫ বছর যাবত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রায় সবগুলোর ইভেন্ট কাভার করেছি। সবসময় আমার অবস্থান ছিলো স্টেজের উল্টো দিকে। বহু অ্যাওয়ার্ড বিজয়ীকে নিয়ে বিশেষ রিপোর্ট করেছি। কখনও ভাবিনি আমিও স্টেজে যাবো, এই এওয়ার্ড পাবো। কিন্তু করোনা বাস্তবতায় আমাকেও মূল্যায়ন করা হলো। আমি অবশ্যই আনন্দিত, তবে কিছুটা অবাকও। ধন্যবাদ কমিউনিটিতে উচ্চমানের অ্যাওয়ার্ড কালচারের প্রবর্তক এনাম আলী এমবিইকে।’

ব্রিটিশ রানী, প্রধানমন্ত্রী ও লন্ডন মেয়র সাদিক খানসহ বিরোধী দল লেবার পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের প্রশংসায় কুড়ায় কোভিডকালের এই আয়োজন। অনলাইন এই আয়োজনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমরা সবাই এক কঠিন সময় পার করছি। রেস্টুরেন্ট ইন্ড্রাস্ট্রির জন্য এই সময়টি আরো বেশি চ্যালেঞ্জের। আর ইন্ড্রাস্ট্রির সেইসব কোভিড হিরোদের স্বীকৃতি দিচ্ছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড।

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সাংবাদিক জুবায়ের

অ্যাওয়ার্ড প্রবর্তক এনাম আলি এমবিই বলেন, ‘কোভিডকালের এমন বড় একটি চ্যালেঞ্জের মধ্যেও সহমর্মিতা ও মানবতার অনন্য নজির তৈরি করা মানুষগুলোকে স্বীকৃতি দিয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। বয়সে তরুণ হলেও কারি ইন্ড্রাস্ট্রিসহ নানা বিষয়ে জুবায়েরের বহু রিপোর্টিং দেখে আমি নিজে সব সময় ভাবতাম এই মানুষটাকে যদি একটু মূল্যায়ন করতে পারি। আজ সেই সুযোগ পেলাম।’

উল্লেখ্য, মুহাম্মদ জুবায়ের করোনায় আক্রান্ত হওয়া এবং আইসিইউ থেকে কয়েক মাস পর ফিরে আসা মানুষজনের অভিজ্ঞতার গল্প নিয়ে নিউজ রিপোটিং-এর পাশাপাশি চ্যানেল এস-এর মাধ্যমে মিডিয়া প্রডাকশন ভিত্তিক মানবিক কাজেও অনন্যতার পরিচয় দিয়েছেন। কোভিড নাইনটিনে ‘ফিড ফাইভ থাউজেন্ড’ নামের প্রজেক্টে কোঅডিনেটর ছিলেন তিনি। যার মাধ্যমে বাংলাদেশে ১৩ হাজার মানুষকে প্রায় ১২৬ হাজার পাউন্ড বাজেটে ফুডপ্যাক প্রদান করা হয়। পরবর্তীতে ‘লাভ ফর এনএইচএস’ প্রজেক্টের মাধ্যমে ব্রিটিশ হেলথ ওয়ার্কারদের প্রদান করা হয় ১১৫ হাজার পাউন্ড। এই প্রজেক্টেও ফান্ডরেইজিং পার্টনারদের সমন্বয় করেন তিনি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন