X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে মুম্বাইসহ মহারাষ্ট্রে রাতের কারফিউ

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ২২:৪১আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৯:০৪

ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়াতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন প্রজাতিতে আক্রান্ত শনাক্ত হয়েছে। করোনার নতুন প্রজাতি নিয়ে নতুন করে আতঙ্ক ও সতর্কতা শুরু হয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যে এই নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাতে জারি করা হয়েছে রাতের কারফিউ। সোমবার রাজ্য সরকার ঘোষণা করেছে, ৫ জানুয়ারি পর্যন্ত মুম্বাই ও রাজ্যের অন্যান্য বড় শহরে রাত ১১ টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে মুম্বাইসহ মহারাষ্ট্রে রাতের কারফিউ

শনিবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতি থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের থেকেও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের এই নতুন প্রজাতিটি আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। নতুন প্রজাতি নিয়ে সতর্ক হয়েছে ভারতও। দেশটির কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আসা কোনও বিমানকেই অবতরণ করতে দেওয়া হবে না।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার থেকে চালু হচ্ছে এই নিষেধাজ্ঞা। ব্রিটেন থেকে ভারতে আসার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবারের আগে যেসব যাত্রীরা ব্রিটেন থেকে ভারতে আসবেন তাদের আরটি-পিসিআর টেস্ট করানোর পর প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনা রিপোর্ট পজিটিভ হলে কোনও কোভিড সেন্টারে আইসোলেশনে থাকতে হবে।  

সম্প্রতি ভারতে করোনা সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। দেশটির স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, দৈনিক সংক্রমণের হার কমছে। করোনায় মৃত্যুহারও কম। এমন পরিস্থিতিতে নতুন ভাইরাস প্রজাতি ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে। এত বড় জনসংখ্যার দেশে নতুন ভাইরাল প্রজাতি হু হু করে ছড়াতে থাকবে। পরিস্থিতি আর নিয়ন্ত্রণে আনা যাবে না।

ব্রিটেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়াতে ছড়িয়েছে ভাইরাসের নতুন প্রজাতি। সোমবার সকালে ইতালিতেও নতুন ভাইরাল স্ট্রেনের সংক্রমণের কথা জানা গেছে। এর পরেই ব্রিটেন থেকে আসা বিমান বাতিল করে দিয়েছে একাধিক দেশ।

 

/এএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন