X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অফগ্রিড এলাকায় বিদ্যুৎ দিতে তিন ধাপের পরিকল্পনা

সঞ্চিতা সীতু
২১ ডিসেম্বর ২০২০, ২৩:১৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২৩:২৭

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের অফগ্রিড এলাকায় (যেখানে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ নেওয়া সম্ভব না) বিদ্যুৎ বিতরণে তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়ন করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। দেশের মোট ভূখণ্ডের শতকরা মাত্র এক ভাগ হলেও আরইবিতে এমন এলাকার গ্রাহক রয়েছেন আড়াই লাখের মতো। মুজিববর্ষের মধ্যেই তাদের বিদ্যুত সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

আরইবির সদস্য (বিতরণ ও পরিচলন) জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গ্রিড এলাকায় প্রায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ করেছি। এখন অফগ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে। এজন্য আমরা তিন ধাপে কাজ শেষের পরিকল্পনা করেছি। মুজিববর্ষের মধ্যে সেই কাজও আমরা শেষ করতে পারবো বলে আশা করছি।‘

আরইবি জানায়, বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের একমাত্র অফগ্রিড উপজেলা পটুয়াখালীর রাঙ্গাবালিতেও। এই উপজেলার এক হাজার ৫৯টি গ্রামে তিন ধাপে বিদ্যুতায়নের কার্যক্রম চলমান রয়েছে। এরমধ্যে মধ্যে প্রথম ধাপে ৬৪৬টি গ্রাম তুলনামূলকভাবে কম প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এর মধ্যে ৩৫টি স্থানে কম/বেশি দুই কিলোমিটার পর্যন্ত সাবমেরিন ক্যাবল দিয়ে নদী অতিক্রম করে গ্রিড লাইনে বিদ্যুতায়ন করা সম্ভব। চলমান প্রকল্পে লাইন ও উপকেন্দ্র নির্মাণের সংস্থান বৃদ্ধি এবং আরইবি অর্থায়নে সাবমেরিন ক্যাবল কেনার মাধ্যমে গ্রামগুলোর এক লাখ ৫৫ হাজার গ্রাহককে গ্রিড লাইনে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় ধাপের ৩৮৪টি গ্রাম দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এর মধ্যে ৫০টি স্থানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদী অতিক্রম করে গ্রামগুলোতে গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুতায়ন করা সম্ভব। এসব নদী/চরের প্রশস্ততা তুলনামূলকভাবে বেশি হওয়ায় সাবমেরিন ক্যাবলের মূল্য ও মান নির্ধারণ করে গ্রামগুলোর ৯০ হাজার গ্রাহককে গ্রিড লাইনে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার কার্যক্রম দ্রুত গতিতে চলছে।

তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত অবশিষ্ট ২৯টি গ্রাম অতি প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত। অধিকাংশ গ্রামেই স্থায়ী জনবসতি নেই। কেবল শুষ্ক মৌসুমে বিক্ষিপ্তভাবে মানুষ বসবাস করায় গ্রাহক ঘনত্ব অত্যন্ত কম। সেখানে ২৯টি গ্রামের প্রায় ছয় হাজার গ্রাহকের জন্য সোলার হোম সিস্টেম স্থাপনের ব্যবস্থা করার মাধ্যমে মুজিববর্ষেই বিদ্যুতায়ন কাজ সম্পন্ন করা হবে।

আরইবির এক কর্মকর্তা জানান, দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আরইবির আওতাধীন গ্রিডভুক্ত ৪৬১টি উপজেলা এবং অফগ্রিডে একটি উপজেলাসহ (পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা) মোট এক হাজার ৫৯টি গ্রাম বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। আরইবি তার ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রিডভুক্ত ৪৬১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কাজ শেষ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ২৮৮ টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন এবং অবশিষ্ট ১৭৩ টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

আরইবি বর্তমানে প্রায় তিন কোটি পাঁচ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। আবাসিক সংযোগের পাশাপাশি আরইবি জুন-২০২০ পর্যন্ত প্রায় এক লাখ ৮০ হাজার ক্ষুদ্র শিল্প কারখানা, ১৩ হাজার ৫০০টি মাঝারি শিল্প কারখানা, ৩৭৫ টি বৃহৎ শিল্প কারখানায়, আটটি ইপিজেড ও তিন লাখ ৬০ হাজারটি সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়েছে।

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়