X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িকতা ছড়ানোর অপচেষ্টাকারীদের বঙ্গবন্ধুর হুঁশিয়ারি

উদিসা ইসলাম
২৪ ডিসেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০৮:৩১

সাম্প্রদায়িকতা ছড়ানোর অপচেষ্টাকারীদের বঙ্গবন্ধুর হুঁশিয়ারি (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ২৪ ডিসেম্বরের ঘটনা।)
ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সুখী ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে কাজ করার জন্য জাতির পিতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও জনগণের প্রতি আহ্বান জানান। ১৯৭২ সালের ২৪ ডিসেম্বর সকালে গণভবনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কর্মীদের আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু এসব কথা বলেন।
জনগণকে সতর্ক করে দিয়ে বঙ্গবন্ধু বলেন, শকুনিরা এখনও উড়ছে। শত্রুরা ঘুমিয়ে নেই। স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য চেষ্টা চলছে। সাম্প্রদায়িকতা ছড়ানোর অপচেষ্টা হচ্ছে। পুঁজিপতি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। দুষ্কৃতকারীরা শান্তিকামী জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে চাচ্ছে না। চক্রান্তকারী দুষ্কৃতকারীদের এই খেলা ধ্বংস করে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমিও কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। বাংলার মানুষ আমার পাশে আছে। বাংলার মানুষকে আমি যতটা জানি আর কেউ তা জানে না।

সাম্প্রদায়িকতা ছড়ানোর অপচেষ্টাকারীদের বঙ্গবন্ধুর হুঁশিয়ারি

মনোভাব পরিবর্তন করুন

বঙ্গবন্ধু তার ভাষণে বলেন, এত রক্তপাত ও আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পরও কেউ কেউ এখনও তাদের মনোভাব পরিবর্তন করতে পারেনি। বঙ্গবন্ধু বলেন, আমি কারও ক্ষতি করতে চাই না। তিনি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করছেন এবং আশা করছেন যে, বাংলাদেশের দুঃখী মানুষের কল্যাণের জন্য এদের মনোভাবের পরিবর্তন হবে। বঙ্গবন্ধু বলেন, কোনও প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি তাদেরও সরকার সুযোগ দিয়েছে।

প্রধানমন্ত্রিত্ব আমার জন্য কিছু না

গভর্নরগিরি ও মন্ত্রীদের পদ গ্রহণের প্রস্তাব অতীতে তাকে বহুবার দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রিত্ব তার জন্য কিছু নয়। যেকোনও মুহূর্তে প্রয়োজন হলে ছেড়ে দিতে পারেন। তার কাছে বড় জিনিস হলো বাংলার দুঃখী মানুষ। মনোভাব যারা এখনও পরিত্যাগ করেনি তাদের এই দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসতে জাতির পিতা হিসেবে, বঙ্গবন্ধু হিসেবে ও প্রধানমন্ত্রী হিসেবে তিনি মত ও পথ পরিবর্তনের আহ্বান জানান।

সাম্প্রদায়িকতা ছড়ানোর অপচেষ্টাকারীদের বঙ্গবন্ধুর হুঁশিয়ারি

সোনার বাংলা গড়ে তোলা সম্ভব

বঙ্গবন্ধু বলেন, বর্বর পাকিস্তানি দস্যুরা নানাভাবে নানা কৌশলে দীর্ঘ ২৫ বছর দেশ শাসন করেছে। এর আগে ২শ’ বছর শাসন করেছে ব্রিটিশ শাসকগোষ্ঠী। সোনার বাংলার সোনার মাটি লুটেরাদের প্রলুব্ধ করেছিল। বাংলাদেশের সম্পদ নিয়ে বহু দেশ সম্পদশালী হয়েছে কিন্তু বাংলাদেশ চিরদিন ছিল দুর্দশাগ্রস্ত। শত্রুরা যে দেশকে লুণ্ঠন করেছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে, তাকে এখন নতুন করে গড়তে হবে। বঙ্গবন্ধু বলেন,  সোনার বাংলা সত্যিই সোনার বাংলা, সোনার মতো এমন অন্তর আর কোথাও কোনও জনগণের নেই। একদিন সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

ভবিষ্যৎ বংশধরেরা যাতে প্রেরণা লাভ করতে পারে, তারা যেন সঠিক ইতিহাস জানতে পারে, সে ব্যাপারে কাজ করে যাওয়ার জন্য বঙ্গবন্ধু আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার সংগ্রাম একদিন জন্মলাভ করেনি। ২৫ বছর নানা কৌশলে জাতীয়তাবাদ আন্দোলনকে এগিয়ে নিতে হয়েছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সঠিক তথ্য যাতে ভবিষ্যৎ বংশধররাও জানতে পারে, তার নিশ্চয়তা বিধান করতে হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন