X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশেও করোনার নতুন ‘স্ট্রেইনের’ সাদৃশ্য পাওয়া গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১২:৫৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৪:০৪

করোনাভাইরাস

যুক্তরাজ্যের মতো করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের (প্রজাতি) মিউটেশন বাংলাদেশেও ঘটেছে। গত নভেম্বরের প্রথম সপ্তাহে ৫টি স্যাম্পলে এই নতুন স্ট্রেইনের অনেকটাই মিল পাওয়া যায় বলে বাংলা ট্রিবিউনকে জানান বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান।

তিনি জানান, ১৭টি জিনোম সিকোয়েন্স পর্যালোচনা করে ৫টি স্যাম্পলে এই নতুন স্ট্রেইনের লক্ষণ পাওয়া গেছে। এর সবই ছিল ঢাকার স্যাম্পল।

তিনি জানান, ইতোমধ্যে স্যাম্পল কালেকশন এরিয়াতে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। পরবর্তী জিনোম সিকোয়েন্স কবে করা হবে জানতে চাইলে তিনি বলেন,  এই মুহূর্তে আমাদের জিনোম সিকোয়েন্সিং কিট নেই। কিট হাতে এলেই আমরা বিশদভাবে এই সিকোয়েন্সিংয়ের কাজ শুরু করতে পারবো

নতুন স্ট্রেইনের মিউটেশন যুক্তরাজ্যের মতো বিধ্বংসী হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নভেম্বরের স্যাম্পলে আমরা এই মিল পেয়েছি। ইতোমধ্যে আমাদের তো দুই মাস হয়ে গেলো। আমাদের মৃত্যুহার এবং সংক্রমণের হার কম আছে।

বিসিএসআইআর এর এ ফলাফল নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মেডিক্যাল বায়োটেকনোলজি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মারুফুর রহমান অপু বাংলা ট্রিবিউনকে বলেন, যুক্তরাজ্যের নতুন স্ট্রেইনের একটি মিউটেশনের (রূপান্তর) সঙ্গে আংশিক সাদৃশ্য পাওয়া গেছে।

ডা. মারুফুর রহমান অপু বলেন, ইউকের নতুন ভ্যারিয়েন্টটাতে মোট ১৭টি মিউটেশন আছে, এই ১৭টি মিউটেশন যে একেবারেই নতুন তা নয়। এগুলোর বেশিরভাগই আলাদা আলাদাভাবে বিভিন্ন যায়গায় আগেই পাওয়া গিয়েছিলো। তবে ইউকের ভ্যারিয়েন্ট এর ক্ষেত্রে একসঙ্গে পাওয়া গেছে।

বাংলাদেশে নভেম্বরের শুরুর দিকে বিসিএসআইআর ৫টি জিনোম সিকয়েন্স জমা দিয়েছিলো যেগুলোতে ইউকের নতুন ভ্যারিয়েন্টে পাওয়া ১৭টি মিউটেশনের একটির মতো প্রায় কাছাকাছি মিউটেশন পাওয়া গেছে। এই মিউটেশন আরও আগে পেরু, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দেখা গিয়েছিলো এবং শুধুমাত্র এটার কারণে আদৌ কোন প্রভাব পড়ে কিনা সেটা এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, মোট কথা হলো বাংলাদেশে এখনো যুক্তরাজ্যের নতুন ভ্যারিয়েন্টটি পাওয়া যায়নি তবে সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা

এদিকে বাংলাদেশের আগে এই মিউটেশন রাশিয়া এবং পেরুতে পাওয়া যায় বলে জানান ড. সেলিম খান। তিনি জানান, ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টাল থেকে এই নমুনা আনা হয়েছিল। তারা কাদের থেকে এই নমুনা পেয়েছিলেন সেটা জানতে নতুন এই তথ্য ইতোমধ্যে তাদেরকে পাঠানো হয়েছে।

/জেএ/আইএ/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’