X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বড়দিনে তারকা হোটেলের যত অফার

লাইফস্টাইল ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২০, ১৪:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:১৯

ঝলমলে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রিসহ নানা আনন্দ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে রাজধানীর তারকা হোটেলগুলো। দিন পেরুলেই উপহার নিয়ে শিশুদের মধ্যে হাজির হবেন সান্তাক্লজ। চলবে মজার সব কেক, পেস্ট্রি ও পুডিং খাওয়া। এছাড়া বাহারি পদের লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা তো থাকছেই। তারকা হোটেলগুলোর বড়দিনের আয়োজনের বিস্তারিত জেনে নিন।

লা মেরিডিয়ান ঢাকা

লা মেরিডিয়ান ঢাকা
পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা দুই দিনব্যাপী বড়দিনের আয়োজন করছে। ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ সেলিব্রেশনের মাধ্যমে শুরু হবে উদযাপন। এদিন সন্ধ্যা সাতটায় থাকবে ক্রিসমাস ক্যারোল। লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে ক্রিসমাস ক্যারোলের সঙ্গে বুফে ডিনার উপভোগ করা যাবে ৫৫৫৫ টাকায়। এছাড়া পৃথক দুটো রেস্টুরেন্টে থাকছে ইতালিয়ান ও অ্যারাবিয়ান সেট মেন্যু উপভোগের সুযোগ। খরচ পড়বে ৩৯০০ টাকা।

২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন শুরু হবে সকাল দুপুর বারোটা থেকে। ভি জোনে সান্তাক্লজ আসবেন শিশুদের জন্য উপহার নিয়ে। চারটা পর্যন্ত এই জোনে প্রবেশ করা যাবে ৫০০ টাকা প্রবেশমূল্য দিয়ে। এছাড়া থাকছে এক ঘণ্টা সুইমিংপুল ব্যবহারের সুযোগসহ লাঞ্চের ব্যবস্থা। খরচ পড়বে ৩৫০০ টাকা। বড়দিনের বিশেষ বুফে ডিনারের জন্য গুণতে হবে ৫৫৫৫ টাকা। এছাড়া থাকছে ডেসার্টের বিশেষ আয়োজন।  

দ্য ওয়েস্টিন ঢাকা

দ্য ওয়েস্টিন ঢাকা
পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা শিশুদের জন্য বিশেষভাবে আয়োজন করেছে ক্রিসমাস কিডস পার্টি। ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্র্যান্ড বলরুমে এই পার্টি আয়োজিত হবে। একজন অভিভাবকসহ শিশুর প্রবেশমূল্য পড়বে ২ হাজার টাকা। এছাড়া টার্কি রোস্ট, হট চকলেট কেকসহ বাহারি সব আয়োজন থাকছে বড়দিনের বিশেষ আয়োজনে। ২৪ ডিসেম্বর ও ২৫ ডিসেম্বর মজার সব আইটেম দিয়ে বুফে ডিনার করতে পারবেন ৫৯৯৯ টাকায়। ২৫ ডিসেম্বর লাঞ্চ করতে গুণতে হবে ৪৯৯৯ টাকা।

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন

বড়দিন উপলক্ষে লাঞ্চ ও ডিনার মেন্যুতে চমক রাখছে পাঁচতারকা হোটেলটি। এছাড়া ক্রিসমাসের দিন লাইভ মিউজিকের সঙ্গে সান্তাক্লজ ভিজিটের আয়োজন থাকবে বিকেল তিনটা থেকে। ক্রিসমাস জিঙ্গেল অ্যান্ড জয় কিডস পার্টির আয়োজন থাকবে শিশুদের জন্য উৎসব হলে। এখানে প্রবেশমূল্য ৭৯০ টাকা। আজ ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ বুফে ডিনারের আয়োজন থাকছে ৩৩০০ টাকায়। ২৫ ডিসেম্বর বড়দিনের বিশেষ বুফে লাঞ্চ ও ডিনার উপভোগ করা যাবে ২৯০০ এবং ৩৯০০ টাকায়। নির্দিষ্ট কার্ডে একটির সঙ্গে আরেকটি বিনামূল্যে পাওয়ার সুযোগ ছাড়াও আকর্ষণীয় মূল্যে রুম বুকিং করা যাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল  
বড়দিন উপলক্ষে ঝলমলে সাজে সেজেছে পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। শিশুদের জন্য হোটেলের পুলসাইডে ক্রিসমাস কিডস কার্নিভ্যাল এর আয়োজন থাকছে ২৫ ডিসেম্বর সকাল দশটা থেকে। পাপেট শো, ম্যাজিক শো, সান্তাক্লজের সঙ্গে ছবি তোলার সুযোগ সুযোগ ছাড়াও এতে থাকবে র‍্যাফেল ড্র ও মজার মজার উপহার। ১২০০ টাকা প্রবেশমূল্য দিয়ে এই আয়োজন উপভোগ করা যাবে। এছাড়া ৪৫০০ টাকায় ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ ডিনার ও ২৫ ডিসেম্বর ক্রিসমাসের বিশেষ লাঞ্চ ও ডিনার উপভোগ করতে পারবেন অতিথিরা।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট
তারকা হোটেল ঢাকা রিজেন্সি বড়দিনের বিশেষ ডিনারের আয়োজন করেছে। ২৯৯৯ টাকায় দুইজন এই ডিনার উপভোগ করতে পারবেন। এছাড়া ছাদে বসে বারবিকিউ পার্টিতে অংশ নিতে পারবেন, ১১৯০ থেকে শুরু হবে মূল্য। সঙ্গে থাকবে লাইভ মিউজিকের ব্যবস্থা।   

আমারি ঢাকা

আমারি ঢাকা
একটির সঙ্গে আরেকটি ফ্রি ডিনারের ব্যবস্থা রাখছে হোটেল আমারি ঢাকা। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে এই অফার গ্রহণ করা যাবে ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর। ৪ হাজার টাকায় পাওয়া যাবে এই অফার। এছাড়া রুম ট্যারিফে থাকছে মূল্যছাড়।      

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি