X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

রিয়াদ তালুকদার
২৪ ডিসেম্বর ২০২০, ১৪:৪৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৪:৪৯

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. শিমুল মিয়া, মো. শাহিন মাতুব্বর ও এমডি মহিদুল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারী) বিভাগের পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মো. জসীম উদ্দিন-এর তত্ত্বাবধানে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের টিম লিডার জনাব মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মো. আব্দুল আহাদ জানান, আসামিরা দীর্ঘদিন যাবত বিকাশ কাস্টমার কেয়ারের ম্যানেজার অথবা বিকাশ এজেন্ট সেজে নিরীহ মানুষের বিকাশ একাউন্ট হ্যাকিং করে আসছিল। এর মাধ্যমে টাকা তারা সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল। তারা বিভিন্ন হাত বদল করে ক্যাশ আউট করে। ফলে প্রতারকদের অবস্থান সনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে।

গণমাধ্যমসহ বিকাশের বিভিন্ন মাধ্যমে জনগণকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে এ ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন গোয়েন্দারা।

গোয়েন্দারা বলছেন, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা প্রধানত চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতারণা করে থাকে। প্রথম গ্রুপটি মাঠ পর্যায়ে বিভিন্ন বিকাশের দোকানে টাকা বিকাশ করার কথা বলে অবস্থান নেয়। পূর্বে লেনদেনকৃত বিকাশ খাতার ছবি তুলে নেয়। পরবর্তীতে সেই ছবি হোয়াটসঅ্যাপ-এ দ্বিতীয় গ্রুপের কাছে স্থান উল্লেখ করে পাঠিয়ে দেয়।

দ্বিতীয় গ্রুপ তার কাছে পাঠানো বিকাশ খাতা থেকে পাওয়া নম্বরে বিকাশ দোকানদার সেজে কল করে। জানতে চায় যে, তাদের কাছে পাঠানো টাকা তারা পেয়েছেন কিনা এবং ক্যাশ আউট করেছেন কিনা। যদি বলে পেয়েছি কিন্তু টাকা তুলিনি বা ক্যাশ আউট করেনি তখন প্রতারকরা তাদের প্রতারণার বিভিন্ন কৌশল ব্যবহার শুরু করে।

এ সময় প্রতারকরা বলতে থাকে, আমার দোকান হতে একই সময়ে কয়েকটি নাম্বারে পাঠানো টাকা নিয়ে অভিযোগ আসায় তাদের নাম্বার লক করতে গিয়ে আপনার নাম্বারও লক হয়ে গেছে। আপনাকে বিকাশ অফিস হতে ফোন করে আনলক করে দেবে।

গোয়েন্দা তথ্যে আরও পাওয়া যায়, অল্প সময়ের ব্যবধানে তৃতীয় গ্রুপ বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিস অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিকাশ অফিসের নাম্বার ক্লোন করে ফোন দেয়। ফোন করে বিভিন্ন কথার ছলে ওটিপি এবং বিকাশ পিন কোড নিয়ে নেয়। পরবর্তী সময়ে প্রতারক চক্র গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ও অ্যাকাউন্ট আনলক করার কথা বলে ভিকটিমের বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পরিমাণ টাকা কৌশলে হাতিয়ে নেয়। এভাবে হাতিয়ে নেওয়া টাকা মাঠ পর্যায়ে থাকা সর্বশেষ অর্থাৎ চতুর্থ গ্রুপের কাছে পাঠানো হয়।

/আরটি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা