X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা

বাছাইকৃত ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি তরুণী

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২০, ১৫:১৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫৬

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার অনন্য স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্বি-সাপ্তাহিক ম্যাগাজিন সায়েন্স নিউজ-এর বিবেচনায় বাছাইকৃত শীর্ষ ১০ বিজ্ঞানীর তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি। বাছাইকৃত ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি তরুণী

গত ৩০ সেপ্টেম্বর সায়েন্স নিউজের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘এসএন টেন: সায়েন্টিস্ট টু ওয়াচ’ শীর্ষক এই তালিকার শুরুতেই রয়েছে তনিমা তাসনিমের নাম। কৃষ্ণগহ্বরের নিখুঁত ছবি তৈরি করা তনিমার কাজকে ‘অসাধারণ গবেষণা’ হিসেবে আখ্যায়িত করেছে ম্যাগাজিনটি।

১৯২১ সালে আত্মপ্রকাশ করে বিজ্ঞান, ওষুধ ও প্রযুক্তির হালনাগাদ তথ্য সরবরাহ করা সায়েন্স নিউজ। ওয়াশিংটনভিত্তিক এই অলাভজনক প্রতিষ্ঠানটি গত ছয় বছর ধরেই তরুণ ও ক্যারিয়ারের মাঝামাঝি থাকা শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের তালিকা তৈরি করে আসছে। ৪০ বছর বা তার কম বয়সী বিজ্ঞানীদের এই তালিকায় রাখা হয়।

বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা সম্পর্কে সায়েন্স নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, এই মহাকাশ বিজ্ঞানী বর্তমানে ডার্টমাউথ কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজের আঁকা কৃষ্ণগহ্বরের পূর্ণাঙ্গ ছবিতে তনিমা দেখিয়েছেন, কৃষ্ণগহ্বরগুলো কীভাবে বেড়ে ওঠে এবং পরিবেশের ওপর এদের প্রভাব কী?

মায়ের কাছ থেকে মহাকাশ গবেষণার ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন তনিমা। ঢাকায় থাকাকালে পাঁচ ব্ছরের মেয়েকে মঙ্গলে অভিযানে যাওয়া পাথফাইন্ডার মহাকাশযানের গল্প শোনাতেন তার মা। মূলত এ থেকেই তার শিশুমনে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়তে থাকে। স্বপ্ন দেখতে শুরু করেন বড় হয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার।

সায়েন্স নিউজ জানিয়েছে, বাংলাদেশে মহাকাশ গবেষণা নিয়ে পর্যাপ্ত পড়াশোনার সুযোগ না থাকায় আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে তনিমা যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে গিয়ে ভর্তি হন ব্রায়ান মাওর কলেজে। ২০১৯ সালে ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও সার্নে ইন্টার্ন করেছেন তনিমা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও কিছু দিন পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে তিনি ডার্টমাউথ কলেজে পোস্টডক্টোরাল গবেষণা সহযোগী হিসেবে কাজ করছেন। গবেষণার পাশাপাশি তনিমা বিজ্ঞানের প্রতি আগ্রহী মেয়েদের জন্য উইজডম নামের একটি পরামর্শদাতা নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা