X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অন্তর্জালে ইনটিমেট কনসার্ট ‘ডিসেম্বরের শহরে’

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২০:৫২

অন্তর্জালে ইনটিমেট কনসার্ট ‘ডিসেম্বরের শহরে’ চলমান মহামারিতে মানুষের সমষ্টিগত জীবন বেশ ক্ষতিগ্রস্ত। ‘সামাজিক দূরত্ব’ বিশ্বের বুকে আনুষ্ঠানিকভাবে নৈকট্যের অভাব তৈরি করেছে। বিপরীতে মানুষে মানুষে ঘনিষ্ঠতার মাত্রা সংকুচিত হচ্ছে ক্রমশ।
এই উদ্বেগ সংকটের মূল প্রতিক্রিয়া হিসাবে, বিশ্বের বিভিন্ন দেশের একদল তরুণ সংগীতশিল্পী, গবেষক ও উদ্যোক্তা এক হলো। যারা চেষ্টা করছে নতুন ধরনের সাংগীতিক চর্চার ভাবনা প্রবর্তনের। যার নাম ‘ইনটিমেট কনসার্ট’ বা ‘অন্তরঙ্গ সংগীত আসর’। এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য হলো তাৎক্ষণিক গান রচনা ও পরিবেশনা। যেখানে শিল্পী ও স্রোতারা একসঙ্গে মিলে একটি নতুন গান, ভাবনা বা শিল্পের জন্ম দিতে পারেন। যার মাধ্যমে ঘনিষ্ঠতার ক্রমবর্ধমান অভাব-সংকট মোকাবিলা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এমন ভাবনার বাস্তব রূপায়ণের জন্য ৫টি দেশে (বাংলাদেশ, জার্মান, ডেনমার্ক, ইতালি ও বেলজিয়াম) পরীক্ষামূলক উপস্থাপনার পর ইনটিমেট কনসার্টের প্রথম ডিজিটাল সংস্করণ হচ্ছে ২৮ ডিসেম্বর। এর নাম রাখা হলো, ‘ডিসেম্বরের শহরে: সৌরভের ঘরোয়া কনসার্ট পর্ব-১’। যা ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে সম্প্রচার হবে সরাসরি ফেসবুকের একটি ক্লোজ গ্রুপে।
‘ডিসেম্বরের শহরে: সৌরভের ঘরোয়া কনসার্ট পর্ব-১’-এর পরিবেশক সৌরভ সাহা একজন ভারতীয় গায়ক, গীতিকার, গবেষক, সাউন্ড আর্টিস্ট ও সংগীত পরিচালক। তিনি জানান, সমাজ, সংগীত, ইতিহাস ও রাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে তার শৈল্পিক ও গবেষণামূলক কাজের এক সংমিশ্রণ উপস্থাপিত হবে এতে।
তার ভাষায়, ‘এই আয়োজনটির মাধ্যমে আমি দেখাতে চাই কনসার্ট শুধু মনোরঞ্জনের গণ্ডিতে সংকীর্ণ না থেকে কীভাবে এক যাপনে পরিণত হয়। ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনকে উন্নীত করার উদ্যোগ হিসেবে দেখছি আমি।’
এক মেইল বার্তায় সৌরভ জানান, ‘ইনটিমেট কনসার্ট’-এর প্রথম ডিজিটাল সংস্করণ একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে। গান ও গল্পগুচ্ছ সমন্বয়ে উঠে আসবে বিশ্বের ১০টি বিভিন্ন শহরের কথা এবং তাদের সাথে ডিসেম্বর মাসের অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্কের সূত্র।
ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে ২৮ ডিসেম্বর রাত ৮টা (ভারতীয় সময়) থেকে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে যে কেউ অংশ নিতে পারবেন এই কনসার্টে। টিকিট সংগ্রহ করা যাচ্ছে insider.in ওয়েবসাইট থেকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...