X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গ্রাম পুলিশের পোস্টারিংয়ে বেকায়দায় চেয়ারম্যান!

নাটোর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ১২:০৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১২:১৬

গ্রাম পুলিশের পোস্টারিং নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নে গ্রাম পুলিশকে ব্যবহার করে নির্বাচনি প্রচারণার পোস্টারিং করতে গিয়ে বেকায়দায় পড়েছেন  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। চেয়ারম্যানের এমন কাজে প্রতিবাদ জানিয়েছে জেলা গ্রাম পুলিশ সংগঠন। তবে বিষয়টি অস্বীকার করে ওই চেয়ারম্যান বলেছেন, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম ওসমান গণি ভূঁইয়া। তিনি প্রায় ১৯ বছর ধরে বড় হরিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গ্রাম পুলিশ সদস্য সুলতান জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তিনিসহ ৯ জন গ্রাম পুলিশ ও একজন দফাদার রয়েছেন। সম্প্রতি ওই চেয়ারম্যান তিনিসহ ওই ৯ জন গ্রাম পুলিশকে ২০০ করে পোস্টার দেন। পোস্টারগুলো তাদের নিজ নিজ ওয়ার্ডে সাঁটাতে বলা হয়। ওই পোস্টারে এলাকাবাসীকে নববর্ষের শুভেচ্ছাসহ আসন্ন ইউপি ভোট উপলক্ষে দোয়া চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সুলতান ঘোষপাড়া ব্রিজের (দক্ষিণ-পূর্বে) মুচিরমোড় এলাকায় পোস্টারগুলো সাঁটাতে থাকলে সেখানে উপস্থিত হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম। তিনি আইনগত দিক তুলে ধরে তাকে পোস্টার সাঁটাতে নিষেধ করে ইউনিয়নের সচিবকে ফোন দেন। সচিব ময়নুল ইসলাম তাকে (সুলতানকে) পোস্টার না সাঁটিয়ে জমা দেওয়ার জন্য বলেন। একইসঙ্গে অন্য সব গ্রাম পুলিশকেও তিনি ফোন করে পোস্টার জমা দিতে বললে সবাই সন্ধ্যার দিকে পোস্টারগুলো ফেরত দেন।

এক প্রশ্নের জবাবে সুলতান বলেন, ‘আমি প্রতিবাদ করেছি। কিন্তু কী করবো? চেয়ারম্যানের আদেশ! তাই পোস্টার লাগাতে বাধ্য হয়েছি। চাকরি তো করতে হবে।’ গ্রাম পুলিশের পোস্টারিং

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান ওসমান গণি বলেন, তিনি কোনও গ্রাম পুলিশকে এমন নির্দেশ দেননি। প্রতিটি ওয়ার্ডে তার অনুসারীদের পোস্টার সাঁটানোর জন্য পাঠিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো তার কোনও অনুসারী অন্য জনকে দেওয়ার জন্য গ্রাম পুলিশের কাছে পোস্টারগুলো দিয়েছিল। পরে তারা নিজের ইচ্ছায় সাঁটাতে গিয়েছিল। এটা তার বিরুদ্ধে নির্বাচনপূর্ব ষড়যন্ত্র বলেও দাবি করেন চেয়ারম্যান।

এব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নাটোর জেলা কমিটির সভাপতি আবু তালেব ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘গ্রাম পুলিশকে নির্বাচনি কাজে লাগিয়ে ওই চেয়ারম্যান বাংলাদেশ সরকার ও সরকারের আইনকে অবজ্ঞা-অবহেলা করেছেন। ওই চেয়ারম্যানের অবৈধ আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা করি। যদি এর কোনও ব্যবস্থা নেওয়া না হয় তবে আমরা সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেবো।’

 

/এফএস/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!