X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তাইওয়ানের পক্ষে জোরালো ভূমিকা নিন: বাইডেনকে জাপান

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ২১:৩৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:৪১

তাইওয়ানের পক্ষে জোরালো ভূমিকা নিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে জাপান। শুক্রবার জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ইয়াসুহিদে নাকায়মা এ আহ্বান জানিয়েছেন। তাইওয়ানের পক্ষে জোরালো ভূমিকা নিন: বাইডেনকে জাপান

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন ইয়াসুহিদে নাকায়মা। তিনি বলেন, আমাদের আশঙ্কা চীন তার আক্রমণাত্মক অবস্থান হংকং-এর বাইরেও প্রসারিত করবে। আমি মনে করি তাদের পরবর্তী টার্গেটগুলোর একটি হচ্ছে তাইওয়ান; যা নিয়ে সবাই উদ্বিগ্ন।

ট্রাম্পের মেয়াদে তাইওয়ানে উল্লেখযোগ্য মার্কিন সামরিক সরঞ্জাম রফতানির পরিমাণ করে ওয়াশিংটন। অঞ্চলটির ব্যাপারে জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন সরকারকেও ট্রাম্প প্রশাসনের নীতি অব্যাহত রাখার আহ্বান জানান ইয়াসুহিদে নাকায়মা।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের সঙ্গে জাপানের সম্পর্কের উন্নয়ন পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে বেসরকারি পর্যায়েও সম্পর্কের উন্নয়ন ঘটেছে।

জাপান প্রকাশ্যে এক চীন নীতির কথা বললেও তাইওয়ানের সঙ্গে কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ভাগাভাগি করে টোকিও। যুক্তরাষ্ট্রের সঙ্গেও সামরিক মৈত্রীর দীর্ঘ ইতিহাস রয়েছে জাপানের। অন্যদিকে চীনা আগ্রাসন থেকে সুরক্ষায় তাইওয়ানের জন্য মার্কিন সামরিক সহায়তা তাৎপর্যপূর্ণ।

চীন-তাইওয়ান বিরোধের সূত্রপাত ১৯২৭ সালে। ওই সময়ে চীনজুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বিপ্লবীরা জাতীয়তাবাদী সরকারকে উৎখাতের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধের অবসান ঘটায়। জাতীয়তাবাদী নেতারা পালিয়ে তাইওয়ান যান। এখনও তারাই তাইওয়ান নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ওই সময় যুদ্ধ বন্ধ হয়ে পড়লেও উভয় দেশই নিজেদের চীনের দাবিদার হিসেবে উত্থাপন শুরু করে। তাইওয়ানভিত্তিক সরকার দাবি করে, চীন কমিউনিস্ট বিপ্লবীদের দ্বারা অবৈধভাবে দখল হয়েছে। আর বেইজিংভিত্তিক চীন সরকার তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়