X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না’

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২০, ১১:৪৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১১:৪৮

রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উন্নয়নের ধারায় ভবিষ্যতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আগামী বিজয় দিবসে আমরা স্বপ্নের পদ্মাসেতু ও সুনামগঞ্জের লাখো মানুষের স্বপ্নের রানীগঞ্জ সেতুর উদ্বোধনের মাধ্যমে যান চলাচল শুরু করতে চাই। ভবিষ্যতে দেশ আরও এগিয়ে যাবে, যা অকল্পনীয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনও ধরনের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না—কঠোর হস্তে দমন করা হবে।’

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং অগ্রগতি পরিদর্শন করে উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।

সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। বিশ্বে আমরা এখন উন্নত জাতি হিসেবে মর্যাদা পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন। গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম করে দিয়েছেন। এসব প্রকল্পে কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না।’ এ জন্য তিনি সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান।

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও অর্থনৈতিকসহ নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। এ দেশের মানুষ এখন অন্ন, বস্ত্র, বাসস্থান পাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বদলে গেছে। এখন আর ৪০ বছর আগের বাংলাদেশ নেই। আমাদের বাপ-দাদারা যা স্বপ্ন দেখেননি শেখ হাসিনার নেতৃত্বে আমরা সার্বিকক্ষেত্রে অসামান্য অবদান অর্জন করে স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করেছি। আমাদের জন্য রানীগঞ্জ সেতু হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু। আর তা সম্ভব হয়েছে আপনাদের সার্বিক সহযোগিতায়।’

আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুঙ্গিয়ারগাঁও গ্রামের ২৫টি পরিবারকে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই শতাংশ জায়গাসহ পাকাগৃহ নির্মাণ করে দেওয়ায় প্রকল্প এবং গুচ্ছ গ্রামের অগ্রগতি পরিদর্শন করে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সিলেট বিভাগের দীর্ঘ সেতু কুশিয়ারা নদীর ওপর ১২৬ কোটি টাকা ব্যায়ে ৭০২ মিটার দৈর্ঘ্য রানীগঞ্জ সেতুর কাজ পরিদর্শন করেন। এছাড়াও তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ব্যয়ে রানীগঞ্জ সড়ক থেকে অনন্ত গোলাম আলীপুর সড়কে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক এবং ৫৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যায়ে ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন।

উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে