X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রতি মাসেই এলপিজির দাম পরিবর্তনের চিন্তা ঠিক না: প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ২০:১২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২০:১২

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বীরবিক্রম ড. তৌফিক ই ইলাহী চৌধুরী প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বীরবিক্রম ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেছেন, ‘প্রতি মাসেই এলপিজির দাম পরিবর্তন করা ঠিক হবে না।  গ্রামের মানুষ প্রতি মাসে দাম পরিবর্তনের বিষয়টি ব্যবসায়ীদের মতো বুঝবে না। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন। সঙ্গত কারণে এলপিজির একটি নির্দিষ্ট দামে বিক্রি হওয়া প্রয়োজন।‘

শনিবার (২৬ ডিসেম্বর) এক সেমিনারে তিনি এই কথা বলেন। পাক্ষিক ‘এনার্জি অ্যান্ড পাওয়ার’ ম্যাগাজিন  ‘এলপিজি প্রাইসিং ডাইলেমা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

সম্প্রতি ব্যবসায়ীরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটিতে (বিইআরসি) এলপিজির দাম নির্ধারণের প্রস্তাব দেন। সেমিনারে ব্যবসায়ীদের পক্ষ থেকে অন্য দেশ, বিশেষ করে ভারতের মতো প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে প্রাইসিং ফর্মুলা তৈরির প্রস্তাবও আসে।

ড. তৌফিক ই ইলাহী চৌধুরী সেমিনারে বলেন, ‘ভারতে প্রতিমাসে এলপিজির দাম চেঞ্জ হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে সেদেশের কৃষকরা ঠকছেন। নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন। আমরা তা চাই না।’

ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, বুয়েটের অধ্যাপক ইজাজ হোসেন, এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আজম জে চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বসুন্ধরা এলপিজি গ্যাস কোম্পানির হেড অব ডিভিশন জাকারিয়া জালাল। ‘এলপিজি প্রাইসিং ডাইলেমা’ শীর্ষক এই সেমিনার

সেমিনারে এলপিজি সিলিন্ডারের কারণে দুর্ঘটনার বিষয়ে ব্যবসায়ী উদ্দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তার বিষয়ে সবাইকে দায়িত্ব নিতে হবে। যদি কোনও দুর্ঘটনা ঘটে সেটার দায়ভার সবার। শুধু সরকারের নয়। সেইফটির ব্যবস্থা করতে হবে প্রত্যেক কোম্পানিকে।’

তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাকৃতিক গ্যাস থেকে সরে এসে বাণিজ্যিক জ্বালানিতে নিয়ে যাওয়ার ওপর একটি পরিকল্পনা করার চিন্তা করছি আমরা। আগামী দুই দশকের মধ্যে দেশের সব মায়েরা বাণিজ্যিক জ্বালানি ব্যবহার করবেন। তাই এখন থেকেই সরকার পরিকল্পনা করার কথা চিন্তা করছে।‘

ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ‘এলপিজির ভোক্তারা যদি বিইআরসির মাধ্যমে নির্দিষ্ট দাম পায় সেটা খুবই ভালো। জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের স্বার্থে এই দাম নির্ধারণ করে দেওয়া জরুরি এবং এইভাবেই দাম নির্ধারণ করা প্রয়োজন। ক্যাবের মূল চিন্তা ভোক্তা যাতে ন্যায্য মূল্য পায়। তাই আমরা মনে করি গণশুনানির মাধ্যমে বিইআরসির অধীনে দাম নির্ধারণ হলে ভোক্তার অধিকার নিশ্চিত হতে পারে। আমরা কারোরও ক্ষতি চাই না। ব্যবসায়ীদেরও না,  ভোক্তাদেরও না।’

ইজাজ হোসেন বলেন, ‘অতিরিক্ত বিনিয়োগ করা হচ্ছে এই খাতে। গলদ হচ্ছে গোড়ায়। চাহিদা এত বাড়বে না যা কোম্পানিগুলো প্রোজেকশন করছে। সে চাহিদার কথা বিবেচনায় নিয়ে অতিরিক্ত বিনিয়োগ করা ঠিক হচ্ছে না। অতিরিক্ত বিনিয়োগ করার পর এখন তারা বলছে লোকসান দিচ্ছে। এই লোকসানের কারণে বাড়ছে এলপিজির দাম।’

তিনি আরও বলেন, ‘আমদানি  করা গ্যাসের দামের ওপর নির্ভর করছে বলেই একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করা কঠিন। কমপক্ষে তিন মাস অন্তর দাম পরিবর্তন করা উচিত। কারণ আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করে।  একটি নির্দিষ্ট প্রাইসিং ফর্মুলা থাকা দরকার। তবে বিইআরসি  যদি দাম নির্ধারণ করে দেয় সেখানে কথা বলার কিছু নেই।’

বিশেষ অতিথির বক্তব্যে লোয়াবের সভাপতি আজম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘দামের ক্ষেত্রে একটা ফর্মুলা করে দিলে ভালো হয়। প্রতি মাসে যদি দাম এডজাস্ট করা হয় আমি কোনও সমস্যা দেখি না। এতে দুই পক্ষই লাভবান হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে দাম কমানো হবে, আর বাড়লে বাড়ানো হবে।‘  

ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন বলেন, ‘ন্যাযতা যেমন গ্রাহকের জন্য দরকার, তেমনি কোম্পানিগুলোর জন্যও দরকার। ব্যবসায়ীরা বিনিয়োগ করছে, তাদের লাভের বিষয়টি সরকারের মাথায় রাখা দরকার।  আবার গ্রাহকেরও যাতে দাম নাগালের মধ্যে থাকে। সুতরাং সব মিলিয়েই দাম নির্ধারণ করা উচিত। আমরা সবার জন্য ন্যায্যতা চাই।’

 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের