X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সৈয়দ হকের জন্মদিনে শ্রদ্ধা, সমাধিসৌধ দ্রুত ‌নির্মাণের দা‌বি

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৭ ডিসেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:২২

সৈয়দ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে র‌বিবার (২৭ ডি‌সেম্বর) সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, জেলা আইনজীবী স‌মি‌তি, উত্তরবঙ্গ জাদুঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় ক‌বির সমাধিকে ঘিরে প্রতিশ্রুত সমাধিসৌধ এবং জলেশ্বরী সাংস্কৃতিক কেন্দ্র দ্রুত বাস্তবায়‌নের দা‌বি জানানো হয়।

১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক। তবে উচ্চশিক্ষার জন্য ঢাকায় যাওয়ার পর নিজের জেলা শহরের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না এই খ্যাতিমান লেখকের। মুক্তিযুদ্ধের পর নূরুলদীনের সারাজীবন ও পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাটকে এলাকার ভাষাকে পরিশীলিতভাবে ব্যবহার করে নিজের সেই দায় খানিকটা মেটান এই লেখক। তবে এরপরও এলাকায় যাতায়াত একেবারেই কম থাকায় কুড়িগ্রামের মানুষ জেলার সন্তান হিসেবে বিশেষ চিনতেন না তাকে। তবে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শেষ ফেরার সময় তার পরিচয় পাওয়ায় আবেগপ্রবণ এলাকাবাসী তার মরদেহকে সসম্মানে গ্রহণ করে এবং শেষ শ্রদ্ধা জানিয়ে দাফনের পর তার কবরে সমাধি নির্মাণ এবং তাঁর স্মৃতিকে ধরে রাখতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে আগ্রহী। তাঁর ইচ্ছানুযায়ী নিজের জন্ম-শহর কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তাকে।

সৈয়দ হক নামে সাহিত্যমহলে বেশি পরিচিত ছিলেন তিনি। গল্প, কবিতা, সমালোচনা সাহিত্য, কাব্যনাট্য, নাটক, উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ-মহাকাব্য বাদে বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় সমানভাবে পদচারণার জন্য সৈয়দ শামসুল হককে ‘সব্যসাচী’লেখক বলা হয়। নাটকীয়তায় ভরা তারুণ্যে ম্যাট্রিকুলেশন পাস করার পর ১৯৫১ সালে মুম্বাই পালিয়ে যান এ সব্যসাচী লেখক। সিনেমা প্রোডাকশন হাউজের সহকারী হিসেবে বছরখানেক কাজ করার পর ঢাকায় ফিরে আবারও লেখাপড়া শুরু করলেও তার প্রাতিষ্ঠানিক শিক্ষা অসম্পূর্ণই থেকে যায়।

১৯৭১ সালের নভেম্বরে তিনি লন্ডন চলে যান। সেখানে বিবিসি বাংলার সংবাদ পাঠক হিসেবে চাকরি করেন। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর বিবিসি থেকে তিনিই পাঠ করেছিলেন।
১৯৬৪ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন।

১৯৫০-এর দশকে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’। তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে, খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, বারো দিনের শিশু, তুমি সেই তরবারি, কয়েকটি মানুষের সোনালি যৌবন ও নির্বাসিতা।

সৈয়দ হকের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে– একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙক্তিমালা, পরানের গহীন ভিতর, অপর পুরুষ, অগ্নি ও জলের কবিতা। পায়ের আওয়াজ পাওয়া যায় ও নুরুলদীনের সারাজীবন সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য।

মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত তিনি বেশ কিছু সিনেমার চিত্রনাট্য লিখে সুনাম কুড়িয়েছেন। যেমন– মাটির পাহাড়, তোমার আমার, কাচ কাটা হীরে, বড় ভালো লোক ছিল ইত্যাদি। তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তার সাহিত্য-কর্মকে স্মরণীয় করে রাখতে সমাধিস্থলে প্রস্তা‌বিত সমাধি কমপ্লেক্সের দ্রুত বাস্তবায়ন দা‌বি ক‌রে‌ছেন জেলাবাসী ও ক‌বি‌প্রেমী । দীর্ঘ কয়েক বছ‌রে সমা‌ধি‌সৌধ ও সাংস্কৃ‌তিক কেন্দ্র নির্মাণ না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব‌্যক্ত ক‌রেন ক‌বিকে শ্রদ্ধা জানা‌তে আসা বি‌শিষ্টজনরা।

ক‌বির প‌রিবা‌রের সা‌থে ঘ‌নিষ্ঠ শিক্ষা‌বিদ ও গ‌বেষক আব্রাহাম লিংকন ব‌লেন, ক‌বির সমাধিকে ঘিরে সমাধিসৌধ এবং জলেশ্বরী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার জন্য নকশা প্রণয়ন হয়েছিল তিন বছর আগে। সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং শিক্ষা ও সংস্কৃতি সচিব তাঁর সমাধি চত্বর পরিদর্শন করেন। জমির ফায়সালাও করেন। কুড়িগ্রাম সরকারি কলেজ ও গণপূর্ত বিভাগ জমি দানে সম্মত হয়। স্থপতি রবিউল হুসাইন (পরে তিনিও প্রয়াত হন) নকশা করে জমাও দেন। কিন্তু আজ অবধি কাজের অগ্রগতি নেই।

আব্রাহাম লিংকন আরও ব‌লেন, ‘আমরা যতটুকু শুনেছি প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন ও অগ্রাধিকার ভিত্তিক। কবির মৃত্যুর কয়েক বছর পেরিয়ে গেলো। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি।'

ক‌বির জন্ম‌দিন উপল‌ক্ষে তার সমা‌ধিস্থ‌লে ক‌বি‌কে নি‌য়ে চিত্র প্রদর্শনীর আ‌য়োজন ক‌রে‌ছে উত্তরবঙ্গ যাদুঘর। র‌বিবার সন্ধ‌্যায় ক‌বি‌কে নি‌য়ে অনলাইন ভি‌ত্তিক আ‌লোচনা অনু্ষ্ঠান কর‌বে জেলা শিল্পকলা একা‌ডে‌মি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’